এই কয়দিন বেশ সুন্দর কিছু এ্যাড দেখেছি টিভি তে, যেখানে দেখায় যে সূর্যের আলোকে নিজের মত করে বন্দী করছে মানুষ নিজেদের জীবনে। থিমটা বেশ ভাল লেগেছে আমার কাছে। উড়ো খবর শুনেছিলাম যে একটেলের এ্যাড এগুলো, নতুন নামে একটেল আসবে....
তো আজকে দেখলাম, লোগোটা এ্যাক্সিয়াটার, বেশ সুন্দর স্মার্ট কিন্তু নামটা জানি কেমন। "রবি"- আগে পরে কিছু নাই। কেমন যেন নেংটু নেংটু নামটা । শেষ হইয়াও হইল না শেষ টাইপ। মনে মনে ভাবছিলাম "রবি"র পরে কি যোগ করা যেত?
যেমন:
"রবি" উল (এই পর্যন্ত অনেকের প্রস্তাবিত)
"রবি" শস্য
"রবি" ঠেল
................
................
তো আপনারাও কিছু যোগ করতে পারেন... ইচ্ছা হলে। আমার বাসায় ২ জন একটেল ব্যবহার কারী আছে। তারা নাম নিয়া দারুন হতাশ!