আগাম জলের বানে ভাসিয়ে গতর
কুমারী পোয়াতি চাঁদ; ষোড়শী চাদর
সুনামি লেহনে ভাঙে সিলগালা দোর
বাসরে আরশি দ্যাখে- ভাঙা করিডোর
ভাঙাদেহ পঁচেগলে অসার জমিন
কুমারী লেবাসে ঢাকা- নদীর কফিন
আশালতা উবে যায়- রাত; বালিহাস
বাসর বিছানা যেন- ঢলেপড়া চাঁদ !
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৬