রোদের গায়ে পা মেলেছে বেহাতি সুখ
রোদে ভিজে স্বপ্ন খোঁজে সরব সকাল
মঙ্গা চুড়ায় অনুভূতির সূর্য নাচে
রোদের গায়ে রোদের জমিন রোদেই পোড়ে ।
কালের চাকায় পিষ্ট হয়ে বোবা আলো
আলোর নদী; আলোর প্রাচীর, আলোর বাঁশি
পঙ্গু হয়ে বন্ধ্যা তলায় পড়ছে খসে
কালের চাকায় কলের দেহ কালেই পিষে ।
উবু হয়ে- বঙ্গমাতা; বসুন্ধরা
অন্ধকারে হাতরে ফিরে- আলোর ঝাপি
রৌদ্রস্নানে পুলকিত শুভ্রভূমি
সৃষ্টিরাগে সুলোলিত সরব জমিন ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১