শিশুকে মারধোর করার মাধ্যমে মানুষ আসলে নিজের অযোগ্যতাই প্রকাশ করে। বড়দের অযোগ্যতার দায় কেন শিশুকে নিতে হবে?
'এই পোলাটা বদের হাড্ডি, মাইর না দিলে চলেনা'
'এইগুলারে না পিডাইলে পড়বার চায়না'
'সারাদিন শুধু ঝাপাঝাপি করে খেলবে আর সব কিছু এলোমেলো করবে, তাই বাধ্য হয়েই বকা/চর-টর দিতে হয়'...
মারধোরের জন্য এমন অজুহাতের কখনও অভাব হয়না
অথচ নিজে একটু ভেবে দেখুন তো, দুষ্টামী, বাদরামি, ঝাপাঝাপি তো ছোটরাই করবে। সবদেশের সকল শিশুই করে, কেও কম আর কেওবা বেশি। আমার ঘরের বা স্কুলের শিশুটির সাথে যদি আমি পেড়ে না উঠি তবে বুঝতে হবে- তা আমারই অযোগ্যতা, আমার কৌশল এ শিশুটির জন্য উপযুক্ত হয়নি। ওর জন্য হয়তো ভিন্ন কোন কৌশল কার্যকর হবে। শিশুকে না মেরে তখন বরং নিজের দক্ষতাই কি আরও বাড়ানো উচিৎ নয়?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮