ধরি কোনো সোনারোদ বিকেলে
মেঘ করেছে তোমার পিছু ধাওয়া
পালাবার পথ খোজ তুমি
মেঘ পাঠালে বসন খোলা হাওয়া
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া
রোদের মাঝে মেঘের ছায়া
সে ও তোমার ভাল লাগে
তবু মেঘে জল আছে তাই
ধুসর মেঘও কালো লাগে
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া
তবু মেঘের ব„ষ্টি এলে
তুমি মাথায় ছাতা তোল
মেঘ হয়েই ভাল ছিলাম
ব„ষ্টি হয়ে লাভ কি হোল
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২২