শেষ মেষ তুমি কবরখোদকই হলে!
মৃত্যু সংবাদে
তোমার মত খুশি কেউ হয় না.. তুমি বাঁচো মৃত্যু নিয়ে..
প্রতিদিন অপেক্ষায় অপেক্ষায় কখন
একটা মৃতদেহ আসে,
স্বজনেরা প্রিয়জনকে নিয়ে কেঁদেই চলেছে, শুধু মাত্র ছোট একটা শিশু তার পিতার লাশের পিছনে অশ্রুহীন কেন না সে বোঝে না, মৃত্যুর নিগুঢ় অর্থ।
শেষ মেষ চাকরী নিলে চিরবিদায় স্টোরে, নরবাক্সের মিস্ত্রি, টালি খাতায় নগদ লাভে একটা করে কফিন বিক্রি হয়। সেই কফিনের অর্থে তোমার আয়ু রেখা চলমান থাকে -
মৃত্যুজীবি দুরদর্শন চ্যানেলে দেখালো..
মানুষটা মরে গেছে, নাকে শেষ নি:শ্বাসের নল, অথচ তুমি মৃতভূক মাকড়সা হয়েছ,
কমার্শিয়াল ব্রেকের বাড়তি আয়ে উচ্ছসিত হয়ে যাচ্ছ।
-
ড্রাফট ১.০ / মৃত্যু নিয়ে সিরিজের মত
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:০০