মধুমেলা!!! ছোট বেলা থেকে সব থেকে বেশিবার যাওয়া এই মেলাতে আমার সব থেকে ভালো লাগে গরম গরম মিষ্টি মন্ডা, চানাচুরের পাহাড়, গজা, দানাদার আরো হরেক রকমের খাবার। যদিও মিষ্টি ঠান্ডা হয়ে গেলে এর মান ও টেষ্ট নিয়ে অনেকেই বেশি কথা শুনাতে পারে


১।
জিনিস গুলো দেখতে অনেক সুন্দর। ফিনিসিংও ভালো।
২।
আমি ২টা ঝুড়ি কিনেছিলাম। একটাতে মিষ্টি আরেকটাতে মিক্সড চানাচুর ভরেছিলাম।
৩।
খুব বেশি দামি না জিনিস গুলি। এখনো মফস্বলের মানুষেরা ঘরে শো-পিচ হিসাবে ব্যাবহার করে। কাঠের জিনিস। ভালো।
৪।
বোনরা থাকলে এখানে মোটা মুটি খসে যাবে বেশ মাল-পানি, দামে খুব সস্তা হলে একেক জন সব রংয়ের নিবে, তার পর তার বান্ধবির জন্য, বান্ধবির ছোট বোনের জন্য...........

৫।
কার না ভালো লাগে?
৬।
টেষ্ট ভালো না, আটার দলা।
৭।
চানাচুর........!!
৮।
মধুমেলা!!
৯।
চাচা মিয়া রেডি...!
১০।
মিক্সড চানাচুর, আলাদা করে নেওয়া যায়।
১১।
গজা। এটা চ্যাপ্টা টাইপের, গোল টাইপের পাওয়া যায়, মেগা সাইজেরও আছে।
১২।
দানাদার। আমার কাছে খুবই মজাদার।
১৩।
খালি পাত্রে রসগোল্লা ছিল!!!
১৪।
বেচা-কেনায় ব্যাস্ত।
১৫।
বড় গুলোকেই মন্ডা বলে? কি জানি.........
১৬।
মেগা সাইজ! গরম গরম ভালো, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়।
১৭।
না না না এটা রসগোল্লা নয়। চমচম, চিনির শিরা থেকে এখনো তুলে নাই। এক দম গরম।
১৮।
সব শেষে পান চিবুতে চিবাতে বাড়ি চলে আসবেন।
মধুমেলা, যশোর।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪