ভালবাসা দিবস মানুষ কেন পালন করে, সেটা আমি কখনই ঠিক বুঝতে পারতাম না। আমার সব সময়ই মনে হত, যাকে ভালবাসি তাকে তো সারা বছরই ভালবাসবো, তার জন্য আবার একটি আলাদা করা দিবস কেন? কিন্তু কাল যখন আমার মা অফিস থেকে আসার পথে আমার জন্য উপহার এনে বললেন, "শুভ ভালবাসা দিবস আম্মু", তখন মনে হল ভালবাসা উপলব্ধি করার জন্য একটি দিন আলাদা করে রাখলে মন্দ হয়না। প্রিয়জনকে তো অনেকবার বলা হয় "ভালবাসি", বলার সাথে সাথে নিজেকেও মনে করিয়ে দেয়া হয়, এই ছেলেটাকে আমি অনেক ভালবাসি। কিন্তু জীবনের ছলনায় ব্যস্ত হয়ে যেখানে একই বাড়িতে থেকেও সপ্তাহে একবার মা-র মুখ দর্শনই হয়না, সেখানে ভালবাসার উপলব্ধি আসবে কি করে! তাই হঠাৎ মা-র দেখা পেলে এই কাঠখোট্টা হৃদয় বলেও ওঠেনা, আমি তোমাকে ভালবাসি আম্মু। আমার মা-র প্রতি ভালবাসাটা হচ্ছে নিঃশ্বাস নেবার মত, প্রতি মুহূর্তেই ঘটছে আমার অজান্তে.. উপলব্ধিহীন। কাছের মানুষ অনাকাঙ্খিত ভাবে দূরে গেলেই টের পাওয়া যায় তার অভাব, তার প্রতি ভালবাসা.. এমনিতে বোঝা কঠিন।
তাই আমি ভালবাসা দিবসটাকে শুধু বিশেষ একজনের জন্য রাখতে চাইনা। যাদের আমি ভালবাসি... আম্মু, ছোট খালামনি,আমার বন্ধুরা.. তারা সবাই আমার "ভ্যালেন্টাইন"... এটা আমার কাছে "ভালবাসার দিবস" নয়.. "ভালবাসা উপলব্ধির দিবস" ...
আপনদের জন্য এই দিনে উপহার হিসেবে ভালবাসা নিয়ে আমার প্রিয় একটি গান দিলাম..
Click This Link
সাদা গোলাপের শুভেচ্ছা রইল...