ভোরের বেলায় ঘাসের উপর শিশির কণায়,
কিংবা পুবের ঘুমভাঙা ঐ সূর্যটাতে,
দেখবে না আর আমার ছবি।
সকাল শেষে দুপুর আসে, শিশির হারায়,
খাঁ খাঁ করা একলা পথে রোদের খেলায়,
থাকবে না আর আমার ছায়া।
দুপুরটাকে বিদায় দিয়ে বিকেল যখন,
গোধূলিতে দিগন্তেরই রঙের খেলায়,
দেখতে পাবে ক্রমশ আমি হারাই তাতে।
সাঁঝের বেলায় শুকতারাটায় খুঁজলে আমায়,
মলিন তারার আলো তোমায় জানিয়ে দেবে,
হারিয়ে গেছি।
নাই বা রইলাম,
হারিয়ে গেলাম,
ক্ষতি কি!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১৮