১.
কখনো কখনো বুকের ভেতর থেকে সবকিছু কোথায় যেন হারিয়ে যায়!
শুন্য বুকের খাঁচায় অমানুষিক ইচ্ছের ফানুস।
তখন তীব্র ভাবে বেঁচে উঠতে ইচ্ছে করে!
ঘোরের মোহ কাটিয়ে আবার নীল জল ছুঁতে ইচ্ছে করে!
হারিয়ে যেতে ইচ্ছে করে ভুল জোনাকীর বনে!
ঘুমন্ত, নিস্তব্ধ, দুর্দম ভালোলাগা গুলোকে-
প্রচন্ড কর্কশ শব্দে জাগিয়ে তোলার ইচ্ছেটাও অবান্তর নয় নিশ্চয়ই?
কবে কার কোন সুখের তীব্রতায় ভোর জেগেছে?
ঝড়ে পড়া সব পাতাতেই ক্যানো মিশে যায় সব শোক?
সূর্য্যের মান ভাঙ্গাতে হাটতে হবে আরো কত ক্রোশ?
বিষাদী বাশির সুর তো সেই কবেই মিথ্যে হয়ে গেছে!
২.
ক্রমবিপন্ন মানবসত্ত্বার শরীরে শরীরে-
দানা বেধে ওঠা ঘৃণারুপ ক্ষত
মহাযাত্রার সব আয়োজন- উচ্ছাস-
মিলিয়ে যায়- আলোকমিছিলে- মশালের রঙ এ
কায়ারা ক্রমশ নিঃশেষ হয়ে
হারিয়ে যায় একসময়- মহাকালের আড়ালে
তবুও কিছু ছায়া তো নিরবে রয়ে যায়- নিশ্চয়!
নির্ভিক ছায়ার শরীর বেড়ে ওঠে
মশালের দুর্ভেদ্য স্ফুলিঙ্গের ভাঁজে ভাঁজে।
© ডাচম্যান
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৭