ক্লান্ত ছিল তন্দ্রায় আচ্ছন্ন মন
ঠিক সেই মুহুর্তে এসেছিল বিবেকের তাড়না
আমার খোঁজে…
যান্ত্রিক কর্কশ ঝিক ঝিক শব্দের মাঝেও ছিল
এক নিষ্ঠুর নৈঃশব্দ্য
জানালার বাইরে চলমান বায়োস্কোপ
তিমিরাচ্ছন্ন গাঢ় দৃশ্যপটে
তেপান্তরের সেই সীমাহীন মাঠ
মাঝে মাঝে বৃক্ষরাজীর খাপছাড়া অবয়ব
আমার মত… !
মর্ত্যের বুকে আছড়ে পড়া উশৃঙ্খল বিদ্যুতের ইন্দ্রজাল
মায়াবী ঠান্ডা বাতাসের চোরা স্রোত জানায়
প্রকৃতির রহস্য উদ্ধারের ঐকান্তিক হাতছানি
আজ কতদিন পর, লোকালয় ছেড়ে
নিভৃতে, গোপনে এক বিস্তৃত বালুচরে
মানচিত্রের সীমানায় অবরুদ্ধ
চঞ্চল ধর্ষিত মৃতপ্রায় নদী
ডানা ভাঙা পাখির মত ঝাপটে ঝাপটে
হারানোর ভয় তুচ্ছ করে
রোমাঞ্চকর, এক অদ্ভুত শিহরনের অনুভব
নিজের অজান্তেই হয়ত কোনদিন দেখে ফেলেছিলাম
নীল আকাশের নির্লজ্জ বিস্তৃতি
চা বাগান, টং দোকান আর জোনাকীর সৌন্দর্য
স্বপ্ন অনুধাবনের করুন অনুতাপ আর
মহাকালের নোঙর বিহীন শুন্যতা
তাই কি অভিব্যাক্তিশূন্য আমি?? নাকি
সূচবিদ্ধ কোন প্রহেলিকা??








