জামান সাহেব ৩৮ বছরের তরতাজা যুবক। কোন শারীরিক দুর্বলতা নাই। কিন্তু এক রাতে ব্যাথা শুরু হল। বুকের মাজখানে তীব্র বাথা। সারা শরীর ঘামে ভিজে অস্থির। রাত বাজে ১ টা। এত রাতে কোথায় ডাক্তার পাবেন? বাথাটি কি সাধারন গ্যাস এর ব্যাথা নাকি হার্ট এটাক? বিপদে পড়ে যান জামান সাহেব।
বিপদ কখনও জানান দিয়ে আসেনা, বিপদ ঘটতে পারে যে কোন সময়, আমাদের যে কারো ক্ষেত্রে । তাই হার্ট এটাকের কিছু তথ্য জানা থাকা জরুরি,
হার্টের ব্যাথা খুবই তীব্র হয়। তবে ডাইবেটিস রোগীদের ব্যাথা কম হয়।
ব্যাথার সাথে অনেক ঘাম হয়।
ব্যাথা বুকের মাঝখানে হয় এবং ব্যাথা বাম হাত , বাম ঘাড়ে ছড়ায়।
হাটাচলা এবং নড়াচড়া করলে ব্যাথা বাড়ে।
সাথে বমি থাকে।
শ্বাস কষ্ট থাকতে পারে।
আবার জামান সাহেবের কথয় ফিরে যাই। তার মনে পড়ে একটি ফাস্ট এইড বক্স বাসায় আছে। বক্সটির ভেতরে একটি মোবাইল নাম্বার আছে। নাম্বারটিতে কল করে জামান সাহেব সরাসরি একজন ডাক্তার এর সাথে কথা বলেন। ডাক্তার তাকে ফাস্ট এইড বক্স এ থাকা একটি ওষুধ শুরু করতে বলেন। ৩০ মিনিটের মাথায় রাত ২ঃ২০ মিনিটে জামান সাহেবের বাসায় একটি আম্বুলেন্স পৌঁছে যায়। ৫০ মিনিটের মাথায় হাসপাতালে পৌঁছে জামান সাহেবের চিকিৎসা শুরু হয়ে যায়। দ্রুত চিকিৎসার শুরু হওয়ায় ,ফাস্ট এইড বক্সটি জামান সাহেবকে বড় বিপদ থেকে বাঁচয়।
শারীরিক সমস্যা বা দুর্ঘটনার যেমন ডাইরিয়া , পানি শূন্যতা, ভাঙ্গা বা আঘাত, ফুড পয়জনিং, আগুনে পুড়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি সমস্যার ক্ষেত্রে সময় সব চইতে গুরুত্বপূর্ণ , দ্রুত বাড়িতে বসে সামান্য কিছু চিকিৎসা দিতে পারলে হাসপাতাল যাওয়া পর্যন্ত রোগীকে বিপদ থেকে মুক্ত রাখা যায়।
আমি একটি ফাস্ট এইড বক্স এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। খুবি অল্প দাম। বাড়িতে অবশ্যই একটি ফাস্ট এইড বক্স রাখুন।
First Aid Box ( Mini )