আপনি হয়ত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিদেশি পাঠ্যবইগুলোর অরিজিনাল কপি সবার কেনার সামর্থ থাকে না। নীলক্ষেত থেকে আপনি কিনে নিচ্ছেন ফটোকপি প্রিন্ট। দুধের স্বাদ ঘোলে মেটালেন ঠিকই, কিন্তু তাতে স্বাদ মিলল না। চলে আসুন কিছু ফ্রি ইন্টারনেট সাইটে। এই সব সাইট গুলো থেকে pdf ফরমেটে বা টেক্সট ফরমেটে বইগুলো নামিয়ে নিন ইচ্ছামত। পিডিএফ ফরমেটে বই পড়ার জন্য আপনার লাগবে foxit reader or adobe reader. আপনার কাছে এই দুটো সফটওয়্যার এর কোনটাই না থাকলে http://www.download.com এ গিয়ে সার্চ দিয়ে সফটওয়্যারটি নামিয়ে নিন। এবার চলে আসি সাইটগুলোতে।
১. http://www.gigapedia.org
সম্ভবত ইন্টারনেটের সবচেয়ে বড় বুক-শেয়ারিং সাইট। যত ধরণের পাঠ্যবই দরকার, তার বেশিরভাগই আপনি পেয়ে যাবেন এই সাইটে। এজন্য আপনাকে মাত্র একবার ফ্রি রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর সার্চ করে আপনার পছন্দমত বইটি ডাউনলোড করে ফেলুন। শুধু পাঠ্যবই নয়, বিভিন্ন গল্পের বই, রিসার্চ বই, ভাষা শিক্ষার বই, কমিকস-সবই আপনি পাবেন। এখানে একটা ব্যাপারে খেয়াল রাখবেন, rapidshare এর লিংক এ না গিয়ে mihd.net এর লিংক থেকে ডাউনলোড করবেন। কেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন।
২. http://www.smso.net
এটি শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের জন্য। এখানেও একবার ফ্রি রেজিষ্ট্রেশন লাগবে। বই, টিউটোরিয়াল নোট, অভিধান, এটলাস-সবই পাওয়া যাবে।
৩. http://www.gutenberg.org
ক্লাসিক বই ডাউনলোডের সবচেয়ে ভাল সাইট। এখানে ইচ্ছা করলে অফলাইন ক্যাটালগ ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে পছন্দমত বই বেছে নিয়ে ডাউনলোড করে ফেলুন। এখানে কোন রেজিষ্ট্রেশন লাগবে না।
এছাড়াও নিচের সাইটগুলোতে ঢুঁ মেরে আসতে পারেন-
http://www.bibliomania.com
http://www.planetpdf.com
http://www.murchona.com
http://www.poemhunter.com