আর সবার মত,
যে মৃত্যু তারও ললাটে লেখা ছিল;
একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে,
সে তা বরন করে নিল!
চোখে তার ক্ষনিকের অবিশ্বাস-
জেগে উঠেই যেন মিলিয়ে গেল।
মস্তিষ্ক যেন বিশ্বাসই করতে চাইছিলনা!
"আমার টাকায় কেনা বুলেট,
আমারই দেশের মানুষ(!)
আমার বুকে ছুড়ে দিল!"
হৃদয়ের বিশ্বাস এই অবিশ্বাসকে,
জয় করে ফেলে কয়েক মিলিসেকেন্ডে।
অধিকার, ন্যায় আর মুক্তির যুদ্ধে,
কোন আপস নেই যে!
অভাবের সাথে আপস করেনি যে,
আপস করেনি নিজেকে তৈরী করার যুদ্ধে।
সে করবে আপস!
অধিকার আদায়ের দৃপ্ততা,
তার চোয়াল শক্ত করে তোলে;
পায়ের পাতা যেন আকড়ে ধরে
এই বাংলার পবিত্র মাটি।
দুই হাত তার শূন্যে দুপাশে প্রসারিত,
যেন মুক্তির আনন্দে উড়াল দেবে আজ-
এই বাংলার নীল আকাশে।
আবু সাঈদ আমাদের জন্য,
মুক্তির খবর আনতে গেছে।
যে খবরের জন্য নীরবে নিভৃতে,
সব সয়ে লড়াই করে যাওয়া বাঙালি,
অপেক্ষায় আছে শত সহস্রকাল।
পাল-সেন-সুলতান-মোঘল থেকে
ব্রিটিশ-আইয়ুব হয়ে,
আধুনিক স্বৈরাচার;
সব শৃঙ্খল ভাঙার জনজোয়ারের,
এ যেন এক বজ্রনাদ।
আমরা আবু সাঈদের
নিষ্পাপ আত্মার,
শুভ্র পায়রা রূপে ফিরে আসার
অপেক্ষায় আছি।
যে এসে দেখবে,
"আমরা সত্যিই স্বাধীন হয়েছি!"