একটা আকাশ সঁপে দিলাম মেঘের কাছে আজ
কোথায় আমি পাবো এতো কথার কারুকাজ।
কোন কথাটা বারে বারে তোমায় দেবে নাড়া
কোন কথাতে পাবো আমি বলো তোমার সাড়া।
কি শোনালে বলো তোমার খুলবে মনের ভাঁজ
কোথায় আমি পাবো এতো কথার কারুকাজ।
আষাঢ় শ্রাবণ খরায় কাটে তোমার অভিমানে
বুকে বাঁধা জলের প্লাবন কজন যে তা' জানে
ঝরো তুমি অঝোর ধারায় শুকনো পাতার সাজ
একটা আকাশ সঁপে দিলাম মেঘের কাছে আজ।
কপিরাইটঃ ফয়েজ এবং অচন্দ্রচেতন
১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৯ ০