এ কোথায় দাড়ালাম এসে!
বিষণ্ণ রাজপথ ঘেঁষে
রুক্ষ ঝাউবনের সারি,
আকাশের রং মুছে গ্যাছে;
ওড়ে সাদাকালো মেঘেদের আলো আঁধারি।
আমাকে করছে গ্রাস
বাতাসের ঝিরিঝিরি দূরন্ত উচ্ছাস,
ওরা মিশে গ্যাছে দূ..রে,
কাশফুলে মুড়ে রাখা ইছামতি নদীর তীরে।
একঝাঁক শালিকের মৃদু কোলাহল;
প্রাণের স্পন্দন তোলে-
মুমূর্ষু এ নগরের ইটের জঙ্গলে।
শীতঘুমে লীন যত দুঃসাহসের মায়াজাল,
আমাকে উড়িয়ে নেয়
ঘরছাড়া শালিকের দলে।
বেঁচে থাকার আকাঙ্ক্ষা যেন,
পেয়ে গ্যাছে অভিনব সত্যের খোঁজ;
যে সত্য অক্ষয়,অব্যয়।
চারিদিকে দৈনতা;তবু রোজ রোজ
"বেঁচে থাকা" বৈচিত্র আনে-
দেখি জীবনের এক একটা নতুন অধ্যায়।
নক্ষত্রের দেশে,মহাকাল থমকে দাড়ায়;
আঁধারের আবরন ছিঁড়ে,
কালপুরুষ টানছে আমায়।।।চলবে.....(Dr.Devil)