somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ত্রিকোণমিতি-(২+৩)

লিখেছেন ডক্টর ডেভিল, ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২

#ত্রিকোণমিতি-২#

ভাগ্যদেবী মহা ধূর্ত,অতি ভয়ংকর;
সৌভাগ্যের আড়ালে সে-
ভীষন স্বার্থপর।
"রাজার ঘরে সবই আছে-
'টাকাটা'ই তো মুখ্য,
'ভাগ্য' যদি 'অর্থে' মেশে-
থাকবে কিসের দুঃখ??

মাতাল কবি ছন্নছাড়া,অর্থ নেই এক রত্তি;
আত্মপ্রেমে মগ্ন সদাই,'আত্মা'তে আসক্তি।"
ধূর্ত দেবী বিধাতাকে বোঝান কু কৌশলে-
"মর্খ কবি চিনবে আমায়-
তাহার কাছে গেলে??
সুখ-দুঃখে'র অনুভূতি কবির কাছে সমান;
সুভাগ্য তার নেই প্রয়োজন,
অকাট্য এই প্রমান।"

উপরয়ালা হেসে বলেন "ভাগ্যদেবী তুমি-
রাজার প্রতি মোহগ্রস্থ,আমি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

শেষ অঙ্ক-১

লিখেছেন ডক্টর ডেভিল, ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৫


এ কোথায় দাড়ালাম এসে!
বিষণ্ণ রাজপথ ঘেঁষে
রুক্ষ ঝাউবনের সারি,
আকাশের রং মুছে গ্যাছে;
ওড়ে সাদাকালো মেঘেদের আলো আঁধারি।
আমাকে করছে গ্রাস
বাতাসের ঝিরিঝিরি দূরন্ত উচ্ছাস,
ওরা মিশে গ্যাছে দূ..রে,
কাশফুলে মুড়ে রাখা ইছামতি নদীর তীরে।

একঝাঁক শালিকের মৃদু কোলাহল;
প্রাণের স্পন্দন তোলে-
মুমূর্ষু এ নগরের ইটের জঙ্গলে।
শীতঘুমে লীন যত দুঃসাহসের মায়াজাল,
আমাকে উড়িয়ে নেয়
ঘরছাড়া শালিকের দলে।
বেঁচে থাকার আকাঙ্ক্ষা যেন,
পেয়ে গ্যাছে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

রুপান্তর

লিখেছেন ডক্টর ডেভিল, ১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

পৌরুষ মুছে গেলে,
কবিতাগুলো কবিতা হয়ে ওঠে।
যতক্ষণ নিঃশ্বাসের সাথে
বাতাস এনেছে বয়ে মানব মাংসের ঘ্রাণ;
যতদিন বুঝিনি তুমি, সকল সৃষ্টির প্রাণ;
ততদিন শুধু এক সৃষ্টিই ছিলাম।
তোমার সম্মুখে হঠাৎ হল মাথানত,
ঘুমন্ত হৃদয় আজ হয়েছে জাগ্রত;
দেহের খোলস ছিড়ে-
হাজারো সৃষ্টির ভীড়ে,
তোমার সান্নিধ্য পেয়ে মানুষ হলাম।

আমার দুচোখে আমি,
দৃষ্টির সীমারেখা নিজেই টেনেছি;
এতকাল যতকিছু সত্য জেনেছি-
সবকিছু মিথ্যেই ছিল।
জন্ম মিথ্যে,কামনা মিথ্যে,মৃত্যু... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

একটি কাল্পনিক বাংলা কবিতা

লিখেছেন ডক্টর ডেভিল, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২৫

রুদ্ধদ্বার সভাকক্ষে তিল ধারনের জায়গা নেই,
বিমর্ষ হয়ে বসে আছেন জাতির পিতা;
পাইপ টেনে চলেছেন চিরচেনা ভঙ্গিমায়,
তাঁর দুপাশে রবীন্দ্রনাথ ও নজরুল।
বাংলার সূর্যসন্তানেরা সকলেই আজ উপস্থিত,
তবুও কক্ষে পীন পতন নীরবতা।
হঠাৎ ভাষাশহীদদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আকুতি-
"আপনারা কি কিছুই করবেন না?
যে ভাষার জন্য আপনারা................। "

"কাদের বিরুদ্ধে আন্দোলন করবো? "
উঠে দাড়ালেন রক্তভেজা শার্ট পরা রফিক,
"নিজের সন্তানদের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

ত্রিকোণমিতি...২,৩

লিখেছেন ডক্টর ডেভিল, ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২


ভাগ্যদেবী মহা ধূর্ত,অতি ভয়ংকর;
সৌভাগ্যের আড়ালে সে-
ভীষন স্বার্থপর।
"রাজার ঘরে সবই আছে-
'টাকাটা'ই তো মুখ্য,
'ভাগ্য' যদি 'অর্থে' মেশে-
থাকবে কিসের দুঃখ??

মাতাল কবি ছন্নছাড়া,অর্থ নেই এক রত্তি;
আত্মপ্রেমে মগ্ন সদাই,'আত্মা'তে আসক্তি।"
ধূর্ত দেবী বিধাতাকে বোঝান কু কৌশলে-
"মর্খ কবি চিনবে আমায়-
তাহার কাছে গেলে??
সুখ-দুঃখে'র অনুভূতি কবির কাছে সমান;
সুভাগ্য তার নেই প্রয়োজন,
অকাট্য এই প্রমান।"

উপরয়ালা হেসে বলেন "ভাগ্যদেবী তুমি-
রাজার প্রতি মোহগ্রস্থ,আমি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

ত্রিকোণমিতি...১

লিখেছেন ডক্টর ডেভিল, ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭


জনশুন্য দ্বীপের কোণে একটা তাসের ঘর,
একলা বসে স্বপ্ন দ্যাখে উদাস যাযাবর।
অমানুষ না মানুষ হবে?
একটাই তার স্বপ্ন,
আত্মভোলা মাতাল কবি আত্মপ্রেমে মগ্ন।

একই দ্বীপের অন্যপাশে বিরাট রাজপ্রাসাদে,
জনমদুখী আমীর রাজা আপনমনে কাঁদে,
সবই আছে,তবু রাজার কিসের এত দুঃখ?
তা জানেনা,তবে বোঝে কারন অতি সুক্ষ্ম।।

তৃতীয় কোণে শেষ সীমানায়,
দ্বীপের উপকূলে,
আধমরা গাছ ছেয়ে গ্যাছে সৌভাগ্যের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

বিবর্তন

লিখেছেন ডক্টর ডেভিল, ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮


ছোট্টবেলায় আমার ভেতর কেউ কি ছিল?
হয়তো ছিল,নয় ছিল না;
এসব নিয়ে ভাবতামই না;
ভাব-বারই'বা সময় কোথায়?
আমার তখন সবকিছুকে জানার সময়।
নিজের ভেতর যেন একটা জোয়ার ছিল,
যা পেয়েছি,সবকিছুকেই সঙ্গে নিয়ে-
সময় স্রোতে ভাসিয়ে দিলাম,
এইতো সেদিন কৈশরে এক পা বাড়ালাম,
একই সময় ছোট্টবেলাকেও হারালাম।

কৈশরে মন অনুভূতির স্পর্শ পেল,
নতুন নতুন স্বপ্ন পেল,ভাবনা এল;
বয়ঃপ্রাপ্তির সাথে সাথে নতুন একটা প্রাপ্তি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

কবিতার ভূমিকা

লিখেছেন ডক্টর ডেভিল, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

একটা কবিতার খুব দরকার,
যার বুকের ভেতর মুক্তির রেশ মাখা;
এলমেলো কিছু শব্দের স্তূপে,
গদ্যের মাঝে ছন্দের লেশ আঁকা।
একটা নিষ্কলঙ্ক ভাবনার যানজট,
দিতে পারে খুলে দ্বিধার ধুম্রজাল;
নিষ্পাপ কিছু শব্দের প্রয়োজন,
যারা বৃষ্টির মত সাবলীল স্বচ্ছল।

একই রকম জীবনের হাহাকার,
কবিতা'ই ঢেকে দেবে তার চিৎকার-
অনায়াসে অবকাশে।
কায়ক্লেশে বেঁচে থাকা,
মুছে দিতে পারে প্রেয়সীর মত হেসে।
মধ্যরাত্রে ছন্দের ঝাপটায়,
হঠাৎ নতুন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৯৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ