পৌরুষ মুছে গেলে,
কবিতাগুলো কবিতা হয়ে ওঠে।
যতক্ষণ নিঃশ্বাসের সাথে
বাতাস এনেছে বয়ে মানব মাংসের ঘ্রাণ;
যতদিন বুঝিনি তুমি, সকল সৃষ্টির প্রাণ;
ততদিন শুধু এক সৃষ্টিই ছিলাম।
তোমার সম্মুখে হঠাৎ হল মাথানত,
ঘুমন্ত হৃদয় আজ হয়েছে জাগ্রত;
দেহের খোলস ছিড়ে-
হাজারো সৃষ্টির ভীড়ে,
তোমার সান্নিধ্য পেয়ে মানুষ হলাম।
আমার দুচোখে আমি,
দৃষ্টির সীমারেখা নিজেই টেনেছি;
এতকাল যতকিছু সত্য জেনেছি-
সবকিছু মিথ্যেই ছিল।
জন্ম মিথ্যে,কামনা মিথ্যে,মৃত্যু মিথ্যে-
এমনকি স্বর্গও পরমসত্য নয়!
তোমার দৃষ্টি দিয়ে তাকালাম
অসীমের পানে,
শরীরের বন্ধন গেল ছিড়ে;
জানলাম যাকিছু সত্যের ভীড়ে-
পরমসত্য তুমি,সীমাহীন জ্ঞানে।