সবার আগে ঘুম থেকে উঠে যে কাজটি আমি প্রতিদিন করি তা হল, ফেসবুকে ঢুকে কমেন্ট চেক করা, বাজে কমেন্ট থাকলে ডিলিট করা … ইনবক্সে কারও টেক্সট থাকলে, যদি দরকারী মনে করি তবে তার রিপ্লাই দেয়া ... আর কিছু ভাল লাগা দু' একটা পোস্টে লাইক দিয়ে বের হয়ে যাই ...
.
এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে … দিনটা শুরুই হয় আমার ফেসবুক দিয়ে … কিনতু কোন এক কালে আমার নিত্য রুটিন ছিল ঘুম থেকে উঠেই টেকটিউনস ভিজিট করা … নতুন পোস্ট পড়া … ভাল পোস্ট গুলো বুকমার্ক করা আর দরকারী পোস্টে কমেন্ট করা …
.
সারাদিনে টেকটিউনসে একবারও না ঢুকলে আমার অস্বস্থি লাগত … টেকটিউনস দাবী করে তারা বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ব্লগ … কথা আসলেই মিথ্যা নয় সত্য ... কিনতু বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ব্লগে পাইরেটেড সফটওয়্যার শেয়ার হয় অহরহ …
.
বাইরের দেশের মানুষ যখন জিজ্ঞেস করবে তোমাদের দেশের সবচেয়ে বড় টেকনোলজি ব্লগ সাইট কোনটা … যদি টেকটিউনসের নাম বলি আর তারা যদি মন্তব্য করে এই রকম … ও ঐ যে পাইরেটেড আইটেম শেয়ারে এক নম্বর যে সাইট-টা ওটা ? … তখন আপনার বা আমার অভিব্যক্তি কেমন হওয়া উচিত ?…
.
গতকাল টেকটিউনসে এক পোস্টে দেখলাম আমার থীমফরেস্টের বেশ কিছু জুমলা আর একটা ওয়ার্ডপ্রেস থীম ফ্রি শেয়ার দেয়া হয়েছে … পোস্টের টাইটেল ছিল এমন “নিয়ে নিন কিছু প্রিমিয়াম থীম ফ্রি তে” … সেখানে মানুষ জন বৃষ্টির মত কমেন্টও করছে … “ধন্যবাদ ভাইয়া” … “এটাইতো খুঁজতেসিলাম এত দিন” … “ওয়াও এত্ত গুলা থীম ফ্রি তে ! ধন্যবাদ আপনাকে” … আমিও কমেন্ট করেছি সেখানে “মারহাবা ! মারহাবা ! মারহাবা !” :v …
.
ওয়ার্ডপ্রেস থীমটা বাদ দিলে সেখানে আমার যে শুধু জুমলা থীম ছিল … সেগুলোর প্রাইস ভ্যালুই আমার কাছে around USD $35,000 এর কাছাকাছি … কারণ এই রকম কাছাকাছি একটা এমাউন্ট আমি গত এক বছরে এগুলো থেকে তুলেছি ...
.
বাহ! আমরা রাত দিন পরিশ্রম করে আইটেম ডেভেলপ করব আর বাংলাদেশের সবচেয়ে বড় টেকি ব্লগ বসে বসে আমাদের পেটে লাথি মারবে ! … জাতির বদলে বাঙালি গাতি আসলেই এগিয়ে যাচ্ছে … বেশ কিছুদিনে আগে Tareq Hasan ভাইয়ের Dokan WP Theme নিয়েও এরকম পোস্ট দেখেছিলাম … যাই হোক আমি টেকটিউনসকে DMCA নোটিশ পাঠিয়ে পোস্ট সরিয়ে নিয়েছি …
.
আমি জানি, পাইরেসি ঠেকানো ইম্পসিবল … কিনতু এটা আমরা কমাতে-তো পারি তাই না ? … আর এখানে এটা মনে করার কোন অবকাশ নেই যে … এখানে সকল দায়-দায়িত্ব পোস্টকারীর … টেকটিউনসের কি কোন দায় নেই এখানে ??? …
.
এসব কারণে অনেক আগেই টেকটিউনস ভিজিট করা ছেড়ে দিয়েছি … তবে বিশ্বাস করেন, ওদের ওখানে অনেক কাজের পোস্টও হয় … যেগুলো আসলেই খুব কাজের … কিনতু গুটি কয়েক ব্লগারদের জন্য TT জনপ্রিয়তা হারাচ্ছে আর দিন দিন আরও হারাবে … তাদের গুগল পেজ র্যাংকে অনেক আগেই ধস নেমেছে … দিন দিন ভিজিটর কমছে আর আরও কমবে ...
.
নিজেকে দেশের সবচেয়ে বড় টেকি ব্লগ দাবী করা সাইটের আচরণ কখনওই এরকম কাম্য নয় … যখন থেকে পাইরেসি সম্পর্কে জানতে শিখেছি এর থেকে দূরে থাকার চেষ্টা করেছি … Open Source Software এর এই যুগে চাইলেই পাইরেসি থেকে দূরে থাকা যায় …
.
আপনার OS কেনার টাকা নেই? … ওকে আছে Open Source OS Linux Ubuntu, Kubuntu, Xubuntu, Mint etc … এরা Windows এর চেয়েও অনেক পাওয়ারফুলই না শুধু অনেক ইউজার ফ্রেন্ডলিও … কি লাগবে আপনার বলেন? … Microsoft Office? … পাইরেটেডটা ব্যবহার ছাড়েন আমি দিচ্ছি Libre Office, Open Office etc … এরা MS Office থেকেও বেশি ফিচারফুল তার চেয়ে বড় কথা Open Source and Free … সেই সাথে রয়েছে ভাইরাস ও ম্যালওয়ার থেকে মুক্ত থাকার শতভাগ নিশ্চয়তা ...
.
শুধু ঐ Photoshop ছাড়া আমি আপনাকে সব কিছুর বিকল্প এনে দিতে পারব … যারা Gimp এর নাম বলবেন … To be honest, Gimp is not a good alternative of PS … এই একটা ছাড়া আমি আপনাকে সব ফ্রিতে দিতে পারব …
.
চাইলেই পাইরেসি মুক্ত বিশ্ব গড়া সম্ভব … শুধু দরকার সচেতনতা ও প্রচার এর বেশি কিছু নয় … আর সেই সাথে বিবেক বোধকে এভাবে জাগ্রত করা যে, একটা মানুষের বাসায় গিয়ে চুরি করা আর পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার মাঝে কোন পার্থক্য নেই … এক চুল পার্থক্য নেই ...
আমার ফেসবুক প্রোফাইলঃ https://goo.gl/NJFsPu
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৫ রাত ১২:০৬