আরেকটা কথা, ব্রাক্ষনবাড়িয়ার এ দূর্যোগের মূহুর্তে ওখানে বিত্তবানদের বলব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে যে যার মত সাহায্য পাঠান বিপদগ্রস্থ মানুষগুলোকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
ব্রাক্ষণবাড়িয়া বাসীর প্রতি আবেদন:
আপনাদের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়নি তারা আজকে নিজেদের ঘরে কষ্ট হলেও অন্যদের ঠাঁই দিন। নিজে না খেয়ে হলেও অন্যদের খেতে দিন। যারা আজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আজকের রাতটা একটা কঠিণ রাত, তাই এই কঠিণ রাতে ঘুম কে সবাই তুচ্ছ ভেবে বিপদগ্রস্থ গ্রামগুলোর মানুষের পাশে গিয়ে দাঁড়ান। যেসব পরিবারের লোকজন হতাহত হয়েছে তাদেরকে গিয়ে সান্ত্বনাটুকু দিন এই শোক কাটিয়ে উঠার।
যার যতটুকুও ক্ষমতা আছে ক্ষমতা বলতে টাকার ক্ষমতা বলছি, প্লিজ এই মূহুতে ক্ষতিগ্রস্থ মানুষগুলোর পাশে দাঁড়ান।
কোনভাবেই যেন ক্ষতিগ্রস্থ একটি পরিবারেরও আশ্রয়ের সমস্যা না হয়।
ঢাকাবাসীর প্রতি আবেদন:
আপনারা যারা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে চান তারা সম্ভব হলে রাতে অন্যথায় সকালে হলেও ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য টিন,চাল, ডাল, সহ খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করুন ব্রাক্ষনবাড়িয়ায়।
আমাদের সকলের সাহায্য ও সহযোগিতা বিপদগ্রস্থমানুষগুলো এই দূর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে।
প্লিজ কেউ ঝিম মেরে বসে থাকবেন না, যার একটা রুটি পাঠানোর ক্ষমতা আছে সে একটা রুটিই পাঠান ব্রাক্ষবাড়িয়ায়, যার ১ ডজন টিন পাঠানোর ক্ষমতা আছে কিংবা টিনের টাকা দেয়ার ক্ষমতা আছে সে সেভাবেই পাশে দাঁড়াতে পারেন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩