আমাদের এলাকায় আমার এক বন্ধুর চাচা ছিল একটু পাংখা প্রকৃতির। কয়েক বছর আগে সে বিয়ে করবে বলে তার বন্ধুদের নিয়ে বিভিন্ন বাড়িতে পাত্রী দেখার নাম করে দাওয়াত খেয়ে আসতো ফাও ফাও একটা ঘটকের মাধ্যমে।
মেয়ে পক্ষ ঘটকের সঙ্গে যোগাযোগ করলে ঘটক জানাতো পাত্রী পছন্দ হয়নি। তাদের এই ফ্রি ফ্রি মানুষের বাড়িতে গিয়ে খাওয়ার কথা একদিন ফাঁস হয়ে যায়।
আর তাই পাবলিকের মাইরের ভয়ে তারা এরপর কারো বাড়িতে যেত না, গেলেও অনেক দূরের এলাকায় যেত। যাতে মাইর খাবার কোন সম্ভাবনা থাকেনা।
একদিন আমার বন্ধুর চাচাকে তাদের ফ্যামিলির লোকজন, এ বিষয়টা নিয়ে খুব ঝাড়ি ঝুড়ি মারলো।
ঝাড়ি খাবার পর সে বায়না ধরলো বিয়ে করবে, তাদের পরিবার থেকে জানালো- এখনও তোর বড় ভাই ই বিয়ে করেনি, অথচ তুই কোন সাহসে বিয়ের কথা বলিস?
এ প্রশ্নের জবাবে সে যা বলল তা শুনে তাদের পরিবারের লোকজনই না হেসে পারল না।
তার উত্তরটি ছিল এমন- বড় ভাই বিয়ে করেনি তাতে কি!
বিয়ের সময় সিরিয়াল হিসাব করলে হবে? মানুষ মরার সময় তো আর সিরিয়াল অনুযায়ী মরে না।