একেবারে না লিখে পারলাম না। নতুন একটা টপিকের উপরে লেখালেখি শুরু করবো ভাবছি। দেশীয় বাংলা ফিল্মের পজেটিভ রিভিউ দিব। সে বিষয়ে একটু আয়ত্তে আনার চেষ্টায় আছি। তাই একটু ব্যস্ত সময় যাচ্ছে। বেশ কিছু দিন যাবত হলে গিয়ে বাংলা ফিল্ম উপভোগ করলাম। সে নিয়ে পরে আলোচনা করবো আজ একটা ফাকিবাজি পোষ্ট। তারপরেও আমি ক্ষমাপ্রার্থি।
সম্প্রতি অনেক মুভি দেখলাম।
আসলে রিভিউ বলা ভুল হবে আমি জাষ্ট ফিল্মগুলো সম্পর্কে আমার নিজস্ব মতামত উপস্থাপন করবো।
১। Taken
লিয়াম নিসনর মুভি। রিভেঞ্জ নিয়ে ফিল্মের কাহিনি। বালপাকনা মেয়ে কিডন্যাপ আর তাকে উদ্ধার করা নিয়ে ফিল্ম। মুভিতে বেশ চাঞ্চল্য ছিল। উত্তেজনাও ছিল। খুব অল্পতেই সময় গিয়েছে। ধারি মুভি। চেনা জানা পল্ট। কিন্তু নতুনত্ত আছে। মাষ্ট সি না বললেও এ গ্রেডের মুভি বলতে পারি।
১০ এ ৭
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
২। A Moment To Remember
অনেকে রোমান্টিক কমেডি দেখে। আমার আবার পছন্দ না। রোমান্টিক ড্রামা আমার কাছে বেশী ভালো লাগে। আমার মনে হয় দুনিয়ায় যত রোমান্টিক ড্রামা আছে তার ভিতরে এই মুভিটা এক নম্বর। অসাধারন একটা মুভি। যারা প্রেমে পরেছিলেন, পড়বেন বলে ভাবছেন, পরে হাবুডুবু খাচ্ছেন তা্রা এই ফিল্ম মিস করবেন না। করা উচিত হবে না। আমার দেখা সেরা রোমান্টিক। আহা, ভালোবাসা কত সুন্দর।
১০ এ ৮.৫
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
৩। Run Lola Run
জার্মানি মুভি। পারফিউমের পরিচালক। আর ব্লগার হাসান মাহবুবের রেকমেন্ডে এই মুভিটা দেখা। ৮০ মিনিটের মুভি ১০ মিনিট শেষ হলো। মুগ্ধ হয়ে মুভিটা দেখছিলাম। হঠাত করেই শেষ। ১০ মিনিট টাইম নিয়ে ভাবলাম । কি দেখলাম।
আসলে ঘটনাটা কি !!
যে এই মুভি একবার দেখেছে, সে আগামী ১ বছরে আরও ২০ বার দেখবে লিখে রাখেন।
১০ এ ৮.৮
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
৪। Spirited away
কড়া রেকমেন্ডেড ফিল্ম। এইটার পরিচালক আবার আমার খুবই পছন্দের। তার কল্পনা শক্তি দেখলে আমি প্রতিবার কয়েক ঘন্টার জন্য সেই ছেলে বাচ্চাটা হয়ে যাই। যাই হোক এই ফিল্মটা খুব রেটেবেল। অস্মভব সুন্দর একটা গল্প। প্রতিটি সিকোয়েন্স ছিল গিলে খাবার মত। এনিমি ফ্যানরা এবং যারা এনিমি দেখেননা তারা যদি এই ফিল্ম না দেখেন, তাহলে বলি দেখেন। তারপর বলেন, একি দেখলাম ?
১০ এ ৮.৭
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
৫। Lawrance Of Arabia
আরেকটা কোপা মুভি। এপিক মুভির উপরে আমার বেশ দুর্বলতা আছে। যেমন কোপাকুপি ভেবেছিলাম সেরকমের একদমই না ফিল্মটা। আডভেঞ্চার ড্রামা বললে সুন্দর যায়। ওই আরব ও ততকালিন সমাজেক একটু চেখে দেখালেন পরিচালক। বিস্তারিতে যাবনা কথা বাড়বে, একটু একটু বলি, তাহলো প্রচুর ভিউ থেকে মুভিটি দেখা যায়। তাই সাবধান থাকবেন।Lawrance এর ভিউ থেকে মুভিটা দেখলেও নিজেরও কিন্তু একতা ভিউ বের হবে। বলি, আপন করে নিন। স্বাধিন ভাবে ভাবুন। একটু পড়াশুনাও করে নিতে পারেন।
১০ এ ৮.২ (মুভির অর্ধেক বুঝছি। বাকিটা মাথার উপর দিয়ে )
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
৬। Into the wild
সেই রকমের প্রকৃতিপ্রদত্ত ফিল্ম। পরিবারের উপরে রাগ করে ঘর ছাড়লে। ভাগলে জঙ্গলে, বন্ধু হলো প্রেম হলো, বিভিতস জগত দেখা হলো। হাজার হাজার জানা হলো, করুনে মরা হলো। পেলেটাকি ?
শান্তি ? প্রশান্তি ? আক্ষেও ? ক্ষমা ? অভিশাপ?
তাহলে, কি , কি কি ? পেলে কি ?
অনন্য সুন্দর একটা মুভি। এক কথায়এর প্রকাশ সম্ভব না।
১০ এ ৯.০
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
৭। Se7en
আবার একটা ঝাক্কি ফিল্ম। মানে টুইষ্ট এন্ডিং আর কি। কানের নিচে থাবা খেতে ভালো লাগে তার প্রমান এসব ফিল্ম প্রেম। গিন্টিস ব্রাড পিট আর বাপজান মরগ্যান। সুপার মুভি। সপ্তপাপের আইডিয়াটা যদিও হাসান ভাই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু আগে থেকে এরকমই ভেবেছিলাম। আইডিয়াটা জোশ হইছে। থ্রিলার মুভি। দুই গোয়েন্দা সল্ভ করে একটা কেসের। সিরিয়াল কিলারের। যারা নতুন এই মুভির সামুতে সার্চ দিয়েছেন, আর এই লিঙ্ক পেয়েছেন, তাদের বলছি এই মুভি দেখার জন্য কোনো রিভিউ পড়ার দরকার নেই। জাষ্ট প্লে করুন। বুঝতে কোনো সমস্যা হবে না। কিন্তু লাষ্টেরর ১০ মিনিট বার বার দেখবেন আশা করি।
১০ এ ৯.০
ডাউনলোড মিডিয়াফায়ারঃ
সবাইকে ধন্যবাদ।। এই ফাকিবাজির জন্য। যাদের মুভিগুলো দেখা তারা আলোচনা করতে পারেন। যার দেখেননি তারা দেখে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক একবার চেক করে নিতে পারেন। কোনো মুভি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি সাহায্য করবো।
সকলকে ধন্যবাদ।
ভাবছি, সবাই মিলে একদিন বাংলা ফিল্ম দেখতে যাব। কি বলেন।