ইন্ডিয়ার প্রথম এবং সেরা সুপার হিরো মুভি।অচিরেই আসছে কিং খান শাহরুখের Ra one । এই মুভি যতটা আলোচনায় এর আগে কোনো মুভি ইন্ডীয়ায় এমন আলোচনায় এসেছে বলে মনে হয় না। যাই হোক আসুন দেখা যাক এই মুভি কি দিতে যাচ্ছে আমাদের। অসাধারন মুভির পোষ্টার টা একবার ভালো ভাবে খেয়াল করি।
যাই হোক কিং খান বাটম্যান রুপি ক্রিশ্চিয়ান বেলকে প্রায় চালেঞ্জ করে চুলে স্পাইক করেছেন। যাতে করে বাট ম্যানের মুখোশের কানের সাথে যায়।
হাহ হাহ।
এই মুভির গান ইত্যিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বস্তি অঞ্চলে চাম্মাক চাল্লো নামের একটা গানতো প্রায় জাতীয় সংগিত হয়ে গেছে।
একটা গান ছিল বেশ ভালো লাগার মত।
"দিলদারা" গেয়েছেন ওস্তাদ আমানাত আলী।
এই গানটাও কপি কাট।
যাই হোক মুভিতে বেশ কিছু দৃশ্য আছে যা অন্য মুভির থেকে হুবহু কাট করা।
মুভি রিলিজ করার পর ঝোপের বেড়াল বেড়োবে। তখন আপডেট করে দিব।
খুব লক্ষ্য করে দেখলাম, হাসনাত আবদুল্লাহ- সার্জিস আলম- আইএসপিআর তিন দিকের বক্তব্যের শানেনজুল এবং সারমর্ম একই। একটা বিষয় নিয়ে আলোচনা হতেই পারে। তবে সব আলোচনা পাবলিক... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আওয়ামী স্ট্যান্ডআপ কমেডিয়ান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেনের সেই যুগান্তকারী বাণীর কথা মনে আছে? উহা বলেছিল, ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রী'র সম্পর্কের মতো। আবার বলেছিল, ভারত-বাংলাদেশ সম্পর্ক নাকি রক্তের সম্পর্ক।... ...বাকিটুকু পড়ুন
ভাইয়েরা এখনই এত আনন্দিত হইও না। সাবধানে থেকো। তোমাদের নেতারা তাঁকে 'ভারতের দালাল'সহ এতকিছু বলার পরেও তিনি কুল আছেন, তোমাদের দাওয়াত করে খাওয়াচ্ছেন, এটা সেনাবাহিনীর প্রধান হিসেবে কার্টেসি দায়িত্ব... ...বাকিটুকু পড়ুন
তোমার নীরবতা আজ মহাকালের মতোই ভারী, তোমার চোখের গভীর অশ্রুধারা আমার প্রতিটি শ্বাসে জীবন্ত এক অভিশাপ হয়ে জেগে থাকে। তোমার হৃদয় ভাঙার শব্দ আমি শুনিনি, তোমার ব্যথার সুর আমি বুঝিনি— তোমার সেই বোবা যন্ত্রণাগুলো আমার হৃদয়ের... ...বাকিটুকু পড়ুন