ইয়াহুতে লগ ইন করতেই এক মাইয়্যা কল দিয়া কইল,গুত মরনিং
-ডিজিটাল মনিং।কেমন আছেন?
-জততিল।
-জততিল!!!
-ডিজুস জমানায় বাস করে জততিল বুঝেন না?আপনি তো একটা ছাগল দেখি।আরে জততিল হইতাছে জট্টিল।
-ও ।আচ্ছা।
-সব্বাই ফাইনতো?
- সব্বাই নামের কাউকে তো চিনিনা।
-ফাইজলামী করেন মিয়া।আপনার আইডি পাইয়্যা আমি তো ভাবছি ইউ অনেক হউট এন্দ স্মাইট হবেন ।এখনতো দেখি আপনি শুধু ছাগল না আস্ত একটা ভোদাই।
-সরি আন্টি।
-আন্টি লাগে তোর মা ।
-না না আমি আমার মায়ের ছেলে আন্টির ছেলে না।
-ওয়াও আপনি দেখি জোশশ একটা বোদাই।
-আচ্ছা জোশ মানে কি ?
-মোবাইলে ৫০০টাকা পাঠাইলে জোশ মানে বলব।
-আমার কাছে যে ৫০০ টাকা নেই।
-কত আছে?
-৭৫ পয়সা।আমার আইডি আপানাকে কে দিয়েছে সেটা যদি বলেন তাহলে আপনাকে ৭৫ পয়সা দিয়ে দেব।
-হাউ ফানি ?আমার লগে ডু জুক!!আমারে তুই চিনস না ।আমি ডিজুস ওয়াল্ডের ডিজুস মাইয়্যা।বুট মেরে তোর পিসির যদি বারোটা না বাজাইছি তাহলে আমমার নাম চেনজ করে ছাগলী রাখব।বুট মারার আগে ওয়ান পিস ছবি দে ।দেখি ইউ কোন গ্রহের ছাগল।
-দিলাম একসেপ্ট করেন।ছবি নয় বুট মারলাম ।
এবং এটাই আমার প্রথম ইয়াহুতে কাউকে বুট মারা।
(লেখাটি দৈনিক আমার দেশের ভিমরুলে লিখেছিলাম।।ব্লগে একটু সংক্ষেপে এবং অন্যভাবে প্রকাশিত ।পুরো পড়তে চাইলে লিংকে খোচান

Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪