ভারত-বাংলাদেশ হাই-টেম্পারেচার ম্যাচ শেষ। এখন পোস্টমর্টেম আর পরের ম্যাচের জন্য প্রতীক্ষা। বাকি সবার মত আমারও কিছু পোস্টমর্টেম আছে। পরের ম্যাচে কি কি হতে পারে সে নিয়ে কিছু বক্তব্যও আছে। ভারতের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সাথে, বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের সাথে। নিতান্ত খারাপ না খেললে বাংলাদেশের জেতা উচিত - ম্যাচটাও দিনরাতের নয়, অন্যদিকে ভারতকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে বলে মনে হচ্ছে।
টসে জিতে ব্যাটিং না নেওয়া নিয়ে বাংলাদেশ ক্যাপ্টেন সাকিবের অনেক সমালোচনা হয়েছে। টস নিয়ে ফিল্ডিং নেবার ফলে আমার মনে হয় বাংলাদেশ কিছুটা সুবিধাই পেয়েছে। একই মাঠে গতবছর বাংলাদেশ ২৯৬ রান ডিফেন্ড করতে পারে নি, শিশিরে বোলারদের গ্রিপ সমস্যায় ফেলেছিল। ভারতের বোলারদের এই সমস্যার কোনো প্রকোপ পড়েছে বলে মনে হয়নি, শিশিরও মাত্রাতিরিক্ত পড়েনি। তাও যেটুকু ছিল, স্লো পিচকে কিছুটা ব্যাটিং সহায়ক করে তুলতে সাহায্য করেছে। তাই রাতের দিকে বল পড়ে ব্যাটে ঠিকঠাক এসেছে।
বাংলাদেশের বোলিং এ রুবেল-কেই আমার সবথেকে ভাল লেগেছে - ওর হাতে স্লো বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার - তিনটে কাজের জিনিসই আছে, পেসও যথেষ্ট। স্পিনাররা আশাতীত শর্ট বল ফেলেছে, তারা তার খেসারতও দিয়েছে। আরেক পেসার শফিউল (রবি শাস্ত্রীর সইফুল) জোরে বল করতে গিয়ে প্রায়ই হাফভলি দিয়েছে, যে ভুলটা পরে শ্রীসান্থও করেছে। ফলে দুজনেই ওভারপিছু দশের ওপর রান দিয়েছে। এই পিচে পেসারদের কিভাবে বল করা উচিত তা দেখিয়েছে মুনাফ - স্লোয়ার আর লেগকাটার/অফব্রেককে মূল অস্ত্র করে চারটি উইকেট পেয়ে গেছে মুনাফ। শেহবাগের ব্যাটিং নিয়ে বলার নতুন কিছু নেই - তাও এবারের ইনিংসটা অনেক সংযমী। চমৎকার লেগেছে ভিরাট কোহলির ব্যাটিং। সিঙ্গলস নিয়ে খেলে, কিন্তু দরকারে মারতেও পারেন কোহলি। গত এক-দু’বছরে ভারতের সেরা আবিষ্কার।
এরপরে পরের ম্যাচ। ভারতের উচিত শ্রীসান্থের জায়গায় কোনো স্পিনার খেলানো - সেটা চাওলা বা অশ্বিন - যে হোক না কেন। কেভিন পিটারসনেরা কিন্তু এরকম বোলিং পেলে ছেড়ে কথা বলবে না। এমনিতে হরভজনের ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যের খতিয়ান দেখে মনে হয় অশ্বিন বেটার চয়েস, আবার দলে স্পিন ভারসাম্য দিতে লেগস্পিনার চাওলাকে দরকার পড়বে। ব্যাটিং-এ আপাতত কোনো এক্সপেরিমেন্টের দরকার পড়বে না।
বাংলাদেশ ব্যাট ভাল করলেও বেশ কিছু প্রশ্ন আছে ব্যাটিং নিয়ে। প্রথমত, লোয়ার অর্ডার হুড়মুড় করে ভেঙে পড়ল, যদিও আলাদা কোন চাপ ছিল না তাদের ওপর। নাঈম আর মাহমুদুল্লাহকে অবশ্য এক ম্যাচ দেখেই ছেঁটে ফেলা অনুচিত হবে - তবে তাদের একটু বেশী দায়িত্ব নেওয়া উচিত। টপ অর্ডার ঠিকই আছে - ইমরুলের কাছ থেকে এই খেলাটাই আশা রাখব - তামিম আর সাকিবের কাছ থেকে বড় ইনিংস দেখার অপেক্ষায় আছি। কিন্তু বোলিং নিয়ে আমি একটা সাহসী সিদ্ধান্তের জন্য অনুরোধ রাখব।
১৯৯২ সালে নিউজিল্যান্ড ঘরের মাঠে স্লো পিচ তৈরী করেছিল ও চারজন স্লো-মিডিয়াম পেসার বল করাত। বোলিং ওপেন করার জন্য যেহেতু একজন পেসার ছিল, অন্যপ্রান্তে ওপেন করত দীপক পটেল - যে কিনা স্পিনার। সাকিবের সাম্প্রতিক সাক্ষাতকারে মনে হল সে শফিউলকে প্রথম কয়েক ওভারে বল করানোর জন্যই দলে রেখেছে - যেটা খুব একটা কাজের নয়। রাজ্জাক যদি ছয় ওভারের পর থেকে বল করতেই পারে কেন প্রথম ওভার থেকেই নয় - সেক্ষেত্রে শফিউলের জায়গায় শুভকে খেলানো যেতে পারে।
তবে, আয়ারল্যান্ডকে হেলাফেলা করা মনে হয় উচিত হবে না। আয়ারল্যান্ড প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭৯ তুলেছিল, তাও ড্যানিয়েল ভেত্তোরি সেই ম্যাচে বল করছিল। তবে তারা স্পিন ভাল খেলবে বলে মনে হয় না। আয়ারল্যান্ডের দলে ডকরেল নামে উদীয়মান এক স্পিনার আছে, কিছু ভাল পেসার আছে আর ব্যাটিং লাইন-আপ মোটামুটি ভাল। ব্যাটিং এ পোর্টারফিল্ড, ওব্রায়েন, জয়েস ভাল - বোথা ভাল অলরাউন্ডার। এই পিচে বোথা আর ডকরেল ছাড়া বাকিদের সফল হওয়ার কথা না। তবে হ্যাঁ, পরে যদি আয়ারল্যান্ড ব্যাট করে তাহলে সকালে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ আগে ব্যাটিং করে রান তুলতে সমস্যায় পড়তে পারে, আয়ারল্যান্ড সুইং বোলিং ভালই করে। তাই এখন বাকি চিন্তা ছেড়ে বাংলাদেশের জয়ের রাস্তায় ফেরার চিন্তাই করা উচিত।
লেখাটা কফি হাউসের আড্ডায় একইসাথে প্রকাশিত।