সম্প্রতি লেখা পড়লাম বাংলাদেশ আর পাকিস্তানের বিদ্যুত উৎপাদনের তুলনা নিয়ে। এ বিষয়ে কিছু পরিসংখ্যান দেওয়ার দরকার মনে করি।
১৯৭১ থেকে ২০০৫ সালে পাকিস্তানের বিদ্যুত উৎপাদন
১৯৭১ থেকে ২০০৫ সালে বাংলাদেশের বিদ্যুত উৎপাদন
এবার গোড়ায় ফিরে যান, ১৯৭১ সালে পাকিস্তানে প্রায় ৮০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হত যেখানে বাংলাদেশে হত ১০০০ মেগাওয়াটেরও কম। ১৯৭১ সালের পরে ২০০৫ সাল অবধি বাংলাদেশের উৎপাদন বেড়েছে প্রায় ২৫ গুণ, আর পাকিস্তানের বেড়েছে ১০ গুণ। শুধু ১৯৯০ সাল থেকে ধরলে পাকিস্তানের উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে যেখানে বাংলাদেশের হয়েছে তিনগুণ। ১৯৭১ সালে অর্ধেকের বেশী জনসংখ্যা যেখানে ছিল (পূর্ব পাকিস্তান)সেখানে উৎপাদন হত সংখ্যালঘু (পশ্চিম পাকিস্তান) অঞ্চলের প্রায় আটভাগের একভাগ বিদ্যুত। এই পরিসংখ্যানে কি বোঝা যায়?
পাকিস্তানে গ্যাস আমদানী করা সুবিধা কারণ মূল গ্যাস উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য তাদের দেশের কাছেই অবস্থিত, দেশে অনেক জলবিদ্যুত উৎপাদনের সম্ভাবনা আছে কারণ পাহাড়ী অনেক নদী আছে। নিউক্লিয়ার বিদ্যুত অল্প হলেও উৎপাদিত হয়। তা সত্ত্বেও বাংলাদেশের বিদ্যুত সেক্টর পাকিস্তানের তুলনায় বেশী হারে উৎপাদন বাড়িয়েছে। সত্যি কথা বলতে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন শুরুই হয়েছে ১৯৭১ সালের পর থেকে - তার আগের হিসাব না করাই ভাল।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৫