ঘাটতি মোকাবিলায় মন্ত্রীরা বেতন কমালেন!
খবরটা দেখুন, যদিও আমাদের কাছে একটু অবিশ্বাস্য ঠেকছে কিন্তু এটাই সত্যি । কিছুদিন আগেই যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেল । গঠিত হল নতুন মন্ত্রীসভা । প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা কাজ শুরু করেছে। কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটস দলের এই জোট সরকারের সামনে বিশাল বাজেট ঘাটতি মোকাবিলাসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রথম যে নিয়মটি ঘোষণা করা হয়, তা হলো বৈঠকের সময় সদস্যরা মুঠোফোন সঙ্গে রাখতে পারবেন না। বৈঠকে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেন, বাজেট ঘাটতি বাকি সমস্যাগুলোকে ছাপিয়ে গেছে। এই ঘাটতি নিয়ন্ত্রণে মন্ত্রীরা তাঁদের বেতন পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আমাদের দেশেও নির্বাচন হয়েছে, মন্ত্রীসভা গঠন হয়েছে । একপাল গরু, ছাগল, কিছু গন্ডমূর্খ, কিছু পা-চাটা আমলা এদের নিয়েই আমাদের মন্ত্রীসভা যারা দেশ, দেশের মানুষ নিয়ে ভাবার আগে নিজের পকেট ভরতে ব্যস্ত । গত নির্বাচনে যা খরচ হয়েছে সেটা তো তুলতে হবে নাকি




