ধূসর মেঘের কাল্পনিক পদচিহ্ন,
ফেরারী গাঙচিলের অব্যক্ত দীর্ঘশ্বাস,
আছড়ে পড়ে সমুদ্রের অখ্যাত কোণে।
সেখানে হয়তো তুমিও এঁকে দাও
নিরবে তোমার পদচিহ্ন।
হয়তো তুমিও জানোনা...
তোমার নিরবতার মাঝে খুঁজে পাই
অশান্ত সমুদ্রের কোলাহল,
নিঝুম রাতে ডাহুকের ডাকে খুঁজি
হারানো কবিতার ছন্দ।
তোমার ভেজা চুলের আদ্রতা
উন্মাদ করে তোলে আমাকে,
শিহরন তোলে ধমনী থেকে শিরায়
শিরা থেকে ধমনীতে।
প্রতিটি রক্তকণায়...
তোমার মাঝে খুঁজে পাই
অবুঝ কিশোরীর চপলতা।
হয়তো তুমিও জানোনা
জানতেও পারবেনা কোনদিন...
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩