সেই সাথে মনে করিয়ে দিতে চাই গত বিজয় দিবসের কথা । একবছর আগে যারা ছিলেন তাদের নিঃসন্দেহে মনে আছে । এই এক বছরে যারা নতুন এসেছেন তাদের সেই পুরনো কথা জানা দরকার ।
সেই সময়ে রাজাকারের ছানাপোনাদের উৎপাত ছিলো তীব্র । সেই সাথে রাজাকারবিরোধী একশন ও ছিলো জোরালো । বন্ধুত্বে উদার,শত্রুতায় নির্মম কমরেডরা এক ইঞ্চি জায়গা ও ছেড়ে দিতোনা রাজাকারের বাচচাদের জন্য ।
ভুলে যাওয়া ভুল হবে,সেই সময়ের কর্তৃপক্ষ ও রাজাকারদের পৃষ্ঠপোষকতা করতো । গত বছরে ডিসেম্বর মাসে ব্লগাররা বারবার আবেদন নিবেদন করে ও ব্লগ ব্যানারে বিজয়ের কোন চিহ্ন ধারন করাতে পারেননি । বারবার অনুরোধ ,দাবী জানানোর পর ও কর্তৃপক্ষ বিজয়ের মাসে কিংবা বিজয় দিবসের দিনে ব্যানার বদলায়নি অথচ বিশ্বকাপে ব্যানার করেছিলো ঠিকই ।
পুরনো কমরেড হাসান মোরশেদ এর এই পোষ্টে সেই সময়ের প্রমান রয়ে গেছেঃ
গতবছর বিজয়দিবসে
গত এক বছরের রাজাকার খেদাও আন্দোলনের সাফল্য এখানেই যে কর্তৃপক্ষ কিছুটা হলে ও বোঝতে পেরেছে, গলাবাজী করলে ও রাজাকার রা এদেশের মুলস্রোত নয় । রাজাকারদের তোষন করে আখেরে কারো লাভ হবেনা ।
তাই এইবার বিজয় দিবসের প্রথম প্রহরে সামহোয়ার কর্তৃপক্ষরে ও শুভেচ্ছা জানাই ।
কৃতজ্ঞতা জানাই পুরনো,নতুন কমরেড দের যারা রাজাকার বিতাড়নে ছিলেন,আছেন, থাকবেন ।