বিশেষ মানে কিন্তু গুরত্ত্বপূর্ন কিংবা সম্মানিত না। ব্লগে বেশ কয়েকজন আছেন যারা মসজিদে টয়লেট আছে কিনা তা নিয়ে বেশ চিন্তিত। বাসা-বাড়িতে টয়লেট না থাকুক মসজিদে টয়লেট থাকতেই হবে। তো উনাদের জন্যই আমি চাঁদপুরের বেশ কিছু মসজিদের নাম ও গুগল ম্যাপ থেকে ছবি নিয়ে দিলাম। এই সবগুলো মসজিদে টয়লেটের পাশাপাশি গোসল করার সুবিধাও আছে। বলাতো যায় না ইলিশের শহর চাঁদপুরে এসে কোন মুক্তমনার মূত্র চাপ অনেক বেড়ে যেয়ে উনি কাপড় নষ্ট করে ইজ্জত সংকটে পড়তে পারেন!!! যেই আবুল মুমিনদের সুপথে আনার জন্য উনারা রাতের পর রাত ব্লগে বালছাল লিখে যান, তারা বেচে থাকতে এরকম পরিস্থতিতে উনাদের পড়তে দেয়া যায় না
লাল বৃত্তের ভিতরে এই মসজিদের নাম হলো বাইতুল আমেন মসজিদ। শহরের প্রানকেন্দ্র শাপলা চত্ত্বর মোড়ে অবস্থিত এ মসজিদ। এর পিছনে বড় একটা পুকুর আছে
এই মসজিদের নাম কলেজ মসজিদ। শহরের বিপনীবাগ এলাকায় চাঁদপুর সরকারী কলেজের পাশে এর অবস্থান। মসজিদের অদূরে বিশাল একটা পুকুরের পাশাপাশি পাবলিক টয়লেটও আছে।
এই মসজিদের নাম কোম্পানি মসজিদ, শহরের নতুনবাজারে ডাকাতিয়া নদীর ঠিক পাশেই এ মসজিদের অবস্থান। চাইলে নদীতে গোসল করতে পারবেন, সুন্দর বাধানো সিড়ি আছে। গুরুজনেরা বলে নদীতে গোসল করলে নাকি শরীরের সাথে মনের ময়লাও দূর হয়।
শহরের তালতলায় পাটওয়ারী বাড়ির সামনে অবস্থিত এই মসজিদের নাম পাটওয়ারী বাড়ি মসজিদ। মসজিদের পাশে আছে সুন্দর টাইলস করা টয়লেট এবং মসজিদের পাশের গলি দিয়ে ভিতরে আছে পুকুর।
এটি হল বাসস্ট্যান্ড মসজিদ। ভালো করে লক্ষ্য করলে দেখবেন মসজিদের আশে পাশে ২টি পুকুর আছে। আর সুন্দর গোছানো টয়লেটতো আছেই। সড়ক পথে শহরে ঢুকতেই এ মসজিদটি দেখতে পাবেন।
এ মসজিদটির নাম চিশতিয়া মসজিদ। শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থান এ মসজিদটির। মসজিদের পাশে রয়েছে বিশাল লেক। এই মসজিদটি অনেক সুন্দর। এতো সুন্দর মসজিদ দেখে কালো মনের অধিকারী কেউ মাথা ঘুরে পড়ে গেলে পাশেই রয়েছে হসপিটাল।
চাঁদপুর শহরে প্রয়োজনীয় নাগরিক সুবিধাসহ এরকম মসজিদ আছে আরো অনেক। সবগুলো দিতে চাইলে পোস্ট অনেক লম্বা হয়ে যাবে। শহরে মসজিদের সাথে সাথে অনেক মন্দিরও আছে। ছোটখাট একটি চার্চও আছে। সময় পেলে সেগুলোও ঘুরে যাবেন। তারপর আপনি তুলনা করতে পারবেন কোন ধর্মীয় উপাসণালয় নাগরিক সুবিধাকে বেশি প্রাধান্য দিয়েছে?? অবশ্য মনকে একটি নির্দিষ্ট গন্ডিতে বন্ধ করে কোন কিছু তুলনা করা যায় না। তবে বলা যায়না মেঘনার উন্মুক্ত বাতাসে আপনার মনের জানালা খুলতেও পারে।
সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০১