
হাটি হাটি পা পা(নাকি একটি একটি লাইক ?




আরও আগেই আমরা ১০ হাজার হতাম । কিন্তু যৌতুকের আকাল পড়ার কারণে হয়নি । এছাড়া অনাকাংখিত কিছু ঘটনা । পরপর টানা দুই মাস দুই এডমিনের পিসি একই সাথে নষ্ট হল , আমাদের সাথে সাথে পেজও ফেবুতে অনুপস্থিত থাকা শুরু করল । ওইসময় কোন যৌতুক আমরা পাইনি

ফেছবুকে প্রায় প্রতিদিনই বাংলায় পেজ খোলা হচ্ছে , সেগুলো আবার একদিনে ১০ হাজার লাইক পূর্ণও হচ্ছে । আবার আগে থেকেই খোলা অনেক বড় বড় পেজ আছে । হতে পারে ফেছবুকের অন্যসব বিশাল পেজের কাছে এটি কিছুই না যেগুলো একদিনেই ১০ হাজার হয়ে যায় , কিন্তু আমাদের কাছে এটি অনেক কিছু । মা বাবা সন্তানকে যেভাবে তিল তিল করে গড়ে তোলে আমরাও পেজটিকে তিল তিল করে বড় করেছি । এজন্যই আমাদের সুখটা অনেক বেশি । পেজের প্রতি ভালবাসা অনেক বেশি । পেজের প্রতিটি লাইকের সাথে সাথে আমরা সুখী হয়েছি । তার মানে প্রতিদিনই আমরা সুখী হয়েছি । একদিনে ১০ হাজার হলে সুখ শুধু একদিনই পাওয়া হত , হা হা হা


শুরুর দিকে মেম্বার বাড়ানোর জন্য পেজে কিছুদিন অন্যসব পেজ প্রোমোট করা হলেও আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা আমরা এখন প্রোমোট করা কমিয়ে দিয়েছি । হয়ত দিনে একবার , হয়ত আবার করিই না । এর কারণ হচ্ছে লাইকাররা প্রোমোট দেখার চেয়ে পোস্ট পড়তে আগ্রহী বেশি । আর আমাদের কাছে লাইকারদের পছন্দটাই আগে । তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভাল পোস্ট পেলে অবশ্যই লাইক দিবেন , কমেন্ট করবেন আর শেয়ার করবেন । আপনারা যেমন পোস্ট পড়ে আনন্দ পান আমরা তেমনি আপনাদের লাইক আর কমেন্ট পেলে আনন্দিত হই

এই পেজটি একটি ফান পেজ । কঠিন বাস্তব জীবনের সব দুঃখ কষ্টকে কিছুটা দূরে রেখে ভার্চুয়াল দুনিয়ায় আমরা সব বিষয়েই এখানে আমরা মজা করতে চেষ্টা করি । সেটা অনেকের কাছেই মজা লাগে , আবার অনেকেই কষ্ট পান , কিন্তু সেই সংখ্যা খুবই নগন্য । যাদের খারাপ লাগে তাদের বলব মজা হিসেবে নিতে চেষ্টা করুন আপনিও অনেক ভাল থাকবেন , দুঃশ্চিন্তা আপনাকে গ্রাস করবে না ।
সবশেষে এই পেজের জন্য কিছু মানুষের অবদানের কথা স্বীকার না করলেই নয় । বেকার বন্ধু পিয়াস , ফয়সাল প্রিন্স ও রাজকুমার দাস( অতি দুঃসময়ে সাপোর্ট দিয়েছিল এই দুজন ) , রুমজ মেঘ বালিকা , ওমর ফারুক , নাহিদ মোর্শেদ , আহসান প্রান্ত , নীল সমুদ্র, নাদান পারিন্দে , রকিং পাপ্পু এবং দ্য মেগা মাইন্ড ভাই(আপনি ছিলেন বলেই উপরের সবার সাহায্য পেয়েছিলাম হা হা) এবং আরও অনেকেই । এরা না থাকলে তাদের কাছ থেকে যৌতুক হিসেবে লাইক নিতে পারতাম না । অশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি ।
এবং একজনের কথা না বললেই নয় আমার বন্ধু এই পেজের কো-এডমিন শোভন । আমি শুধু পেজটাই খুলেছিলাম । এরপর বাকিটা শুধু শোভনীয় ইতিহাস । ওর অবদানের কথা বলে বোঝানো যাবে না । শুধু এটুকুই বলি এই পেজের সবচেয়ে বেশি পোস্ট এবং লাইক শোভনেরই আনা । তাই এই পেজ আমার চেয়ে ওর কাছেই বেশি ঋণী , সেই সাথে আমি বন্ধু
কৃতজ্ঞতা স্বরুপ আরও কয়েকজনের কথা বলতেই হয় বাংলার হিরো স্বঘোষিত কিং খান শাকিব , এটিএন বাংলা ঘোষিত জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান , দুই মন্ত্রী আবুল আর শাহজাহান । উনারদের নিয়ে করা পোস্টগুলো বেশি হিট । তাই ধন্যবাদ উনার প্রাপ্য , খিকজ্জ


এবং আপনি এবং আপনারা । ১০ হাজার লাইকার বন্ধুরা । আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুখের ভাষা দিয়ের সম্ভব না । আপনাদের জন্যই আমরা ১০ হাজার , আপনারাই আমাদের সবকিছু । কথা দিচ্ছি আরও মজার মজার পোস্টের মাধ্যমে আপনাদের আপনাদের আনন্দ দেব
সবশেষে বলব দশ হাজার পথ পরিক্রমায় আমরা হয়ত ফেছবুকের সেরা পেজ হতে পারিনি , কিন্তু সত্যি করে বলছি আমাদের পেজের দশ হাজার মেম্বার অবশ্যই ফেছবুকের সবচেয়ে সেরা.....

ভালো থাকবেন , ধন্যবাদ সবাইকে
আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা
পেজ এডমিন ও ক্রিয়েটরঃ মেঘ
আমাদের অন্যান্য পেজ
আব্বা পোলার দিকে এইবার তাকাও বিয়া করার বয়স তো গেল গা
আমরা পরীক্ষার আগের রাতে পড়ি আর হলে গিয়া ঘুমাই
"" ইতিহাসের এই দিনে ""
আঙ্কেল, মনে রাইখেন আপনিও একদিন ব্যাচেলর ছিলেন
Kiss in the Rain