মানুষ বিপদে, অসুখে, ঠ্যালায়, চিপায়, প্রয়োজনে কারো সহযোগিতায় “ধন্য” মনে করে,
সাথে “আর্থিক” শব্দটা যোগ হলে ”পূণ্য” মনে করে,
এসবের আগে তার সকল উপদেশ “নগন্য” মনে করে,
নিষেধ করলে আর চেনেইনা “অন্য” মনে করে,
আদেশ দিলে তো স্বাধীনতা হরণ হয়ে যায় ”ঘৃণ্য” মনে করে,
সব বুঝে দুরেও ঠেলা যায়না ”হীনমন্য” মনে করে,
কি আর করা “ধন্য” উপাধির জন্য আমি এদের…..
কথা শেষই করলাম না তার আগেই আপনারা আমাকে “বন্য” মনে করলেন ।
-এ’হোসেন
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২