somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

অপ্রিয় মানুষগুলোকে দুরে-ঠেলার সবচেয়ে উত্তম উপায় হলো, থেমোনা, পথ চলতে থাকো আর নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে পঁচা, পুঁতি-গন্ধময় মানুষগুলো চাইলেও পৌছাতে পারবেনা - আমি পথ চলছি ..

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বর্তমান, তুই আসিস না হয় কাল

লিখেছেন ধোঁয়াশা, ১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৯

আমার অতীত আছে
কিছু অতীত পোষ মানেনা
তার স্বভাব উড়তে চাওয়া
জোর করে ভুলে যাওয়া
বেশ কিছু অতীত আছে আমার
এই ঘরে পুষে রাখা, জামার -
বাম পকেটেও কিছু অতীত
থাকছে সাথেই, পুরো বাড়িতেই
দেয়ালে কিবা উনুনের হাড়িতেই
মাতাল অতীত বিছিয়েছে জাল
অতীত আমার সাথেই থাকে
বর্তমান,তুই আসিস না হয় কাল

#অহেতুকডায়েরি বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৪

এমন সুন্দর রাত,
আমার জীবনে প্রায়ই আসে
এমন সুন্দর এক রাতেই
আমি বাড়ির ছাদে
সিগারেট ধরেছিলাম
এমন সুন্দর কোন রাতেই
বইয়ের ভাঁজে লুকিয়ে,
প্রথম তোমার চিঠি পড়েছিলাম,
এমন সুন্দর এক রাতেই,
তোমার গলির মাথার ল্যাম্পপোষ্টের
নিচে দাড়িয়েছিলাম
এমন সুন্দর এক রাতেই,
সব চোখ ফাঁকি দিয়ে,
সিড়ি বেয়ে তোমায় ছুঁয়েছিলাম,
এমন সুন্দর একটি রাতেই
হঠাৎ বৃত্ত থেকে শূন্যে গিয়েছিলাম,
এমন সুন্দর এক রাতেই
বেমালুম ভুলে বসেছিলাম
ঘরে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৯

পারবোনা দিতে জন্মদিনে
সব'চে মজার কেকটা কিনে
তোর জন্য প্যাকেট ভরা
চকোলেট, সব নিজে খেয়ে সারা
ফুলের দোকানে চোখ ছানাবড়া
কি আর করা, নাই'বা দিলাম
লক্ষ গোলাপ-জুঁই
পৃথিবীর এই ভিড়েও
আমার মনে থাকবি তুই

এ'হোসেন বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৭

ধূসর মেঘের ক্যানভাসে,
চাঁদের কলঙ্ক ভাসে,
সব তারা দুর পরবাসে
তবু জোৎস্মা রঙেই চাঁদ হাসে

এ'হোসেন B:-/ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪২

পৃথিবীর আনাচে কানাচে
প্রতিনিয়ত মানুষ, একা বাঁচে
তুমি একা বাঁচো, আমি একা বাঁচি
বাঁচার নেশায় আমরা সব্যসাচী
পাশাপাশি বাঁচে, কাছে দুরে বাঁচে
একঘরে বাঁচে, তবু অচেনা,
আমরা একা বাঁচি -
আমাদের হয়ে কেও বাঁচেনা

//এ'হোসেন B:-/ বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪০

যদি হারিয়ে যাই
গড়িয়ে যায় বেলা,
খুঁজো না আমায়
পাবেনা বোধহয়
বহুদিন পর,
ভুলেছি যে ঘর,
ভেঙ্গেছি বন্দিশালা

//এ'হোসেন B:-/ বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

আমার আমি

লিখেছেন ধোঁয়াশা, ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১:২২

আমি এখন আপন মনে,
তোমার সাথেই আমার গল্প করি
আমি এখন ক্ষার সাবানে,
সময় নিয়ে হাত ধুয়ে যেতেই পারি |
আমি এখন ঘরের কোনে,
আমার নিজের সাথেই থাকি
সঙ্গোপনে দুই ভুবনে,
তিন ফুট এক দেয়াল তুলেই রাখি || বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

করোনাবিতা

লিখেছেন ধোঁয়াশা, ২৯ শে মার্চ, ২০২০ রাত ২:৪০

বাঁচার আশায়
খাঁচার ভেতর
থাকছি বেঁচে
খুব ছোঁয়াচে
একটু ছোঁয়া
ছুড়তে পারে
অন্ধকারে
বন্ধ ঘরে
ভাবছি যে তাই
দূরত্বটাই
টানছে কাছে
সঙ্গোপনে
একলা থাকার
রম্যগল্প অল্পস্বল্প
সবাই জানে
বাড়ছেনা রোগ
বাড়ছে কেবল
রক্তক্ষরণ
মনের ভেতর
হচ্ছে জবাই
আরেকটা মন বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

মন খারাপের ক্যাম্পেইন

লিখেছেন ধোঁয়াশা, ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

ঝুম বর্ষায় পাহাড় হবে?
আমি চূড়ায় মেঘের মিছিল হবো
মন খারাপের ঢল হতে চাই
পাহাড় গড়িয়ে হারিয়ে যাবো

শরৎে হেমন্তর দুঃখ হবো
তুমি কি তার কারণ হবে?
শীতল ধূসর পাতা ঝরা
তুমি সেই বটবৃক্ষ হবে?

গ্রীষ্মে যতই ক্লান্তি আসুক
মিড সামারের ঝড় হবে?
আমি মন খারাপের বিজ্ঞাপন হবো
তুমি বিলবোর্ড টা উড়িয়ে নেবে

জুবুথুবু শীতে, লিকার হবে?
অথবা মাঝরাত্তিরে শ্যাম্পেইন?
সেলিব্রেট করতে চাই এই
মন... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৪

থাক না সে এগিয়ে
পেছালাম দুই পা,
খেলারাম খেলে যা
দর্শক মাতিয়ে,
হাঁদারাম হেরে যাই
আজগুবি হাতিয়ে।

ছিঁচকুনে কান্না,
আসলটা মনে নাই
ভাত মাছ রান্না
ভালো পারি চাইনিজ,
বার্গারে মেয়োনিজ
স্বাদ গেছে বদলে?
জিহ্বা তো মোটা হবে
এত বেশী কাঁদলে?

সিম্প্যাথী সস্তা -
ভালবাসা দুই বস্তা
নিয়ে আছে খুলে দ্বার,
কে আবার?
জাদুকর, জানে পাবে
জিতলেই উপহার
তাই বুঝি ফন্দি,
শয়তানে শয়তানে
আজ খুব সন্ধি!

সেইদিন দুরেনা,
চোখদুটো দেখবেনা
জীবন তো ছাড়বেনা,
মরবেনা,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

প্রিয়জনের কাছে চিঠি

লিখেছেন ধোঁয়াশা, ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪


থাপড়াইয়া তোর দাঁত ফালায়দিয়াম, পেঁয়াজের দাম বেশী, পেঁয়াজের দাম বেশী কইয়া তিনবার টাকা লইসো এই মাসে, আর নিম্মে সাতবার দেখসি ফটোআপ দিসো ৩০০ফিট, ক্যাপশান -

'মন খারাপ তাই ঘুরতে বেড়িয়েছি' তাইনা?

দেশে আইতাসি খাড়াও, তোমার আসগরের সাথে কিসের এত চুদুরবুদুর বাইর করতেসি। সব পিকের চিপা দিয়া ব্যাটার গোলাপি প্রিন্টের শার্টের কোনা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

তুমি আর কিছুতেই নেই প্রভু
কেন ছেড়ে গেলে তুমি?
এতটাই অবার্চিন,
সীমাহীন পাপিষ্ঠ আমি?
তুমি আর কিছুতেই নেই প্রভু,
বারবার চোখে আঙ্গুল দিয়ে
ভুল ধরিয়ে দেবার -
কাজ টাতো তোমার,
অন্তত এবার -
চোখদুটো উপড়িয়ে নাও
এতটুকুন শাস্তি তো আমার পাওনা
তুমি আর কিছুতেই নেই প্রভু,
ডেকেও নাওনা,
ডাকে সাড়া ও দাওনা। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

অহেতুকডায়েরি

লিখেছেন ধোঁয়াশা, ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৫

সে আজ বাসায়, অঘটন টা ঘটবার আর সময় পেলোনা, আমার মানিব্যাগ পাচ্ছিনা, বাবুর শীতের কাপড় কিনতে বের হবো, পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজা হলো, কোথাও নেই, পরে পাওয়া গেলো কমোডের ভেতর, মানে আমি অফিস থেকে ফিরে যখন টয়লেট গিয়েছিলাম কাজটা তখন হয়েছে, ফ্লাশ করবার আগে পড়েছে নাকি পরে অত দূরহ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

আসামী ১২১০৯/১৮

লিখেছেন ধোঁয়াশা, ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

আমি শুনেছি সেদিন তুমি
মটরবাইকে চেপে
জনৈক কারো কাঁধ ছুঁয়ে এসেছ ।

আমি শুনেছি সেদিন তুমি
চোখে ধুলো বালি দিয়ে
বহুদূর কারো ফ্ল্যাট ঘুরে এসেছ ।

আগে কখনও যাই নি জেলে
কখনও থাকিনি সেলে
কখনও রাখিনি হাত
গুলি ভরা পিস্তলে

আবার যেদিন তুমি
পুলিশের কাছে যাবে
আমাকে ফাসিতে নিও --
নেবে তো আমায় বলো,
নেবে তো আমায়

আমি শুনেছি সেদিন তুমি
সে তুমি সে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

উপলব্ধি

লিখেছেন ধোঁয়াশা, ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

মানুষ বিপদে, অসুখে, ঠ্যালায়, চিপায়, প্রয়োজনে কারো সহযোগিতায় “ধন্য” মনে করে,
সাথে “আর্থিক” শব্দটা যোগ হলে ”পূণ্য” মনে করে,
এসবের আগে তার সকল উপদেশ “নগন্য” মনে করে,
নিষেধ করলে আর চেনেইনা “অন্য” মনে করে,
আদেশ দিলে তো স্বাধীনতা হরণ হয়ে যায় ”ঘৃণ্য” মনে করে,
সব বুঝে দুরেও ঠেলা যায়না ”হীনমন্য” মনে করে,

কি আর করা “ধন্য”... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২২১২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ