প্রিয় বল্গার ছিরিজ ল্যাখতে ল্যাখতে কাহিল হইয়া পড়ছি।স্যালাইন স্টেজ় ছলতেছে

যাই হউক, দেখতে দেখতে ৩ পর্ব ছলে গ্যাছে
প্রথম পর্বে আছিলেন
মহাকবি মাইকেল মেহদী ,
সাইফুর ,
লেখাজোকা শামীম ,
শওকত হোসেন মাসুম ,
আরিফ জেবতিক ,
রাগিব,
নুশেরাপু ,
নরাধম ।
দ্বিতীয় পর্বে দিছিলাম
ফারহান দাউদ,
শামসীর,
ফিউশন ফাইভ,
কোপা সামছ ,
আরিফ থেকে আনা ,
অলস ছেলে,
চিকনামিয়া ,
রাজামশাই ,
বিডি আইডল ,
মোতাব্বির কাগুরে।
তৃতীয় পর্বে ছরন করেচি
নাফিস ইফতেখার,
ইমন জুবায়ের,
অন্যরকম,
কাঙাল মামা,
জেরী,
দারাশিকো,
এম্নিতেই,
সাব ষ্ট্যান্ডার্ড,
নোবেলজয়ী,
হাল্ক,
কাব্যকে।আইজ পর্ব চার,লিঙ্কু কপিপেস্টই বেশি কাহিল কইরা ফেলতেছে, আগেই ঝান্তাম, বেশি ক্লিকানি ছ্যাস্তের পক্ষে হানিকর
ডিসক্লেইমারঃ নতুন অনেক ভাল বল্গার আছে, তয় লিস্টিতে ডাইনোসররা আইতেছে আগে

আর লিস্টি ক্লাশ ওয়ানের মতো ১,২,৩ কইরা পড়নের কাম নাই, প্রিয় বল্গারদের কোন সিরিয়াল হয় না, তবে নুশেরাপু রে এক ধইরা রাখতে পারেন
জানজাবিদ : ব্লগে নাফিস ইফতেখারের একখানই যোগ্য মুরিদ আছিল, পোস্ট হিটাইতে হয় ক্যামনে নাফিসের পর জানজাবিদ ছাড়া এই টেকনিক কেউ জানে না

পোস্টগুলো বৈচিত্রময় আর মজার। এখনো তার ব্লগে ঢুকলে মন ভালা হইয়া যায়। হেতে তার বই পড়া নিয়া একখান সিরিজ শুরু করছিল, আর কন্টিনিউ করল না, ব্যাটা বনমানুষ কোথাকার
ইন্ঞ্জিনিয়ার: টেকি পোস্ট মজা কইরা দিতে পারে শুধু দুজন, নাফিস আর ইন্ঞ্জিনিয়ার, হের ব্লগে আমি অনেক কড়া কড়া পোস্ট পাইছি
আকাশ_পাগলা : কিছু রিয়েল লাইফ স্টোরি সে মাঝে মাঝে ব্লগে শেয়ার করে, হাস্তে হাস্তে কান ব্যথা হইয়া যায়। তার মুভির টেস্ট চমৎকার
সবুজ পোকা : তার কবিতার পোস্টগুলা ভাল লাগে।
ত্রিশোনকু : খুব চমৎকার একটা সিরিজ লিখে আমার মন জয় করে নিয়েছেন।
রফিক এরশাদ : পোলাডা ব্যাপক ভালো ছড়া লিখে। সেন্স অফ হিউমার ব্যাপক্স

আজকাল আর তেমন দেখি না
অদ্ভুত : এই ব্লগের আগাগোড়া পুরাটাই ফান

ইমন ফাজলামি পোস্ট কালেকশন আমি কম দেখছি,(সে কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই, ব্লগ জ়ীবনের শুরুতে ট্রেরাই নিত

) তবে অদ্ভুতের আসল পাওয়ার হইলো কমেন্টানো, তারে দিয়া কিছুদিন সিরিয়াস কমেন্ট করানোর কাম
রুবাইয়্যাত : কচি ব্লগার

মাত্তর ৪ মাস বয়স।শখ হইলো আজীবন ঝেনারেল থাকন।এজন্য মডু তারে চরম ভালবাসে, সেও ভরা পূর্নিমায়

মডুরে ব্যাপক ভালা পায়।
কুঁড়ের বাদশা : পোস্ট টু কমেন্ট, মজাই মজা

তবে সে মাঝে মাঝে টেকিও হইয়া ওঠে, আরে এটা বাস্তব না, এটা ব্লগ হুমম
উদাসী স্বপ্ন আর
হায়রে দুনিয়া আর
হাইফেন : মাথাগরম কিন্তু কোন কোন ব্যাপারে এরা জানে অনেক… আর সেগুলোতে তারা সেমি encyclopedia

তা-ই ভাল্লাগে। উদার আর হাইফেনের কমেন্টের স্টাইলটা দেওয়ান কাগুর মতো unique

উদা এখনো আসে, তয় হাইফেন আর হায়রে দুনিয়া স্বীয় গুনে ভ্যানের আশপাশ দিয়া চিরকাল কোপায় গেল
শায়মাপু : উনার প্রতি আমার ব্যাপক পক্ষপাতিত্ব আছে

ন্যাচারাল ব্লগার, কেবল শুরু করেছেন, আমার বিশ্বাস একদিন নুশেরাপু হয়ে উঠবেন

ব্লগানোর টেকনিক শায়মাপু ধরে ফেলছেন, ধরে রাখতে পারলেই আমরা একজন খুব ভালো ব্লগার পাবো
শেষপর্বে একখান বড়সড় ডিস্ক্লেইমার দিবো, প্রিয় বল্গাররাই শুধু ভাল বল্গার, তা না। আরো অনেক আছেন,
এত লোক এই চিপায় বল্গাইছে, সব প্রিয় বল্গারের নাম মনেও পড়তাছে না
চলবে…
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৭