আগের পর্বেই ভলেচি, লিস্টি বড় বইলা এক পোস্টে সব প্রিয় বল্গার রে কয়েদ করা যাইতেছে না, তাই লিস্টি কোপায় কোপায় দিতে হইতেছে


ডিসক্লেইমারঃ নতুন অনেক ভাল বল্গার আছে, তয় লিস্টিতে ডাইনোসররা আইতেছে আগে


নাফিস ইফতেখার : হে ব্লগমহান, আপ্নে দলমত নির্বিশেষে পপুলার।তার কাছে কোন টেকি সাহায্য চাইয়া কেউ ফিরা আইছে, এমন হয় নাই। যেকোন পোস্টকেই এই ব্লগমহান তার হিটাকাঙ্খী কেরামতিতে চরম বানায় ফেলতে পারেন। নিসন্দেহে সেরা ৫ বল্গারের একজন । ভালা মানুষটায় একদা প্রোফাইল পিকে বিসিমির


ইমন জুবায়ের : ব্লগের encyclopedia বলা যাইতে পারে। ওনার ব্লগ থেইকা যা জানছি, আরেক জীবনে মূর্খ থাকলেও চলবো

অন্যরকম : একদা সামুতে বান্দরের বড়ই উপদ্রপ আছিল


কাঙাল মামা: হার্ড কোর বল্গার আছিল। বিষয়ে এত বৈচিত্র থাকতে পারে ব্লগে তারে না দেখলে বিশ্বাস খাইতাম না। হের ব্লগ থেইকা কখনো মন খারাপ কইরা বাইর হই নাই।

জেরী : জেরীবু রে ভালা পাই, তার হাল্কা পাতলা পোস্ট ভাল্লাগে।

দারাশিকো : আমার মুভি বিষয়ে ৩ গুরুর আরেকজন… শুরু করছিলেন প্রতিদিন একটা রিভিউ দিয়ে, এখন মাসে একটা আসলেও আসতে পারে

এম্নিতেই : পোলাডা সেরা, পার্সোনাল লাইফে যতখানি মজার, ব্লগে তার ৪ আনাও দেয় নাই

সাব ষ্ট্যান্ডার্ড : সাব ষ্ট্যান্ডার্ড রে বল্গার বলা যাইত ন, অনেক ধইরা বাইন্ধা পাব্লিক তারে দিয়ে একবার একখান পোস্ট দেয়ায়ছিল…

নোবেলজয়ী : দুইন্যায় ডেথ মেটাল কবতে এক্টাই লেখা হইছে আর সেইটা আছে হের ব্লগে

হাল্ক : দুইন্যায় যত কড়া জোক্স হুনছি, সব এই হাল্ক পোলাটার কল্যানে। সেন্স অফ হিউমার সেরাম। হাল্ক তো মনে হয় এহন ফেস বুক ছাড়া আর কোথাও নাই

কাব্য : তামিমের কাছাকাছি ফাজিল মনে হয় ব্লগে এই একটাই আছে



চলবে…


সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৮