
আজকে ব্লগে ঘুরতে ঘুরতে হঠাৎ গানচিলের একটা পোস্ট দেখলাম, দুটো অসম্ভব সুন্দর গানের লিংকু চেয়ে পোস্ট দিয়েছেন। গান দুটো তো পেলামই, নিজেরো মনে হলো প্রিয় গানগুলো নিয়ে পোস্টাই


এখানে একটা সূক্ষ্ম ধান্দাও আছে



তবে এ জলসা ঘর হবে শুধুই এদেশী শিল্পীদের করা গান নিয়া। ইচ্ছে করেই এই পক্ষপাতিত্ব। আমাদেরও অনেক সুন্দর সুন্দর গান আছে, কিন্তু কতজনই সেগুলো নতুন করে শুনি।আমার কেবলই মনে হয়, আমাদের এই মিষ্টি গান গুলো হারিয়ে যাচ্ছে।বশির আহমেদ,মাহমুদুন্নবী,সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম, খুরশিদ আলম, রুনা লায়লা,শাহনাজ রহমতুল্লাহ,সুবীরনন্দী কতই না গুণী শিল্পী ছিলেন আমাদের, আহারে আপ্সুস।
যাই হোক, জলসা ঘরে আজকে আমন্ত্রন জানাইলাম শিল্পী শাহনাজ রহমতুল্লাহকে, আমার প্রিয় গানের লিস্টি লিংকুসহ নীচে পাবেন

আপনার প্রিয় গান, আমারও প্রিয় হতে পারে

১।এমনো লগনে আহা মান করে না

২।দেখা নেই দেখা হলো

৩।সাগরের সৈকতে Click This Link
৪।সাগরেরে তীর থেকে (একটা তীর আরেকটা কিন্তু সৈকত, খিয়াল কৈরা

৫। ফুলের কানে ভ্রমর এসে…(আহা রে এই গানটা টিভিতে একসম্য দুই জমজ ভাইয়ের এক ভাই গাইতেন, নাম ভুলে গেছি

৬।যে ছিলো দৃষ্টির সীমানায়…


৭।ওগো অভিমানী প্রিয়……(শাহনাজ রহমতুল্লাহ নাকি রুনা লায়লা

৮।তুমি কি সেই তুমি নেই

৯।সে কি তুমি আর আমি (শাহনাজ রহমতুল্লাহ আর বশির আহমেদ ডুয়েট) Click This Link
১০।রং মেখে সং সেজে

নিচেরটা ফাও



কথা কও কিছু কথা ……এ গানটাও জানি ক্যামনে ক্যামনে ভাল্লাগছে

অটঃ esnips এর অডিও ফাইল এমবেড করে ক্যামনে, চুক চুক...

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৮