দিল চাহতা হ্যায় দেখার পর ফারহান আখতারকে ভালো লাগা শুরু হইছিলো। কিন্তু সেটা ছিল ওর ডিরেকশন,কার্তিক কলিং কার্তিকে ফারহানকে অভিনয় করতে দেখলাম। আগেও অভিনয় করছে, কিন্তু হিন্দি ছবি বেশি ভালা পাই বইল্যা দেখা হয় নাই


ছবি নিয়া কথা কইতে হইলে কইতে হয়, মেকিং ভালা হইছে, দুই একটা goof ছাড়া। ফারহানের ভয়েজটা নিয়া কথা হইতে পারে, কিন্তু এই ক্যারেক্টারের জন্য আমার মতে ঠিক আছে।নাচা-গানা নাই, দুইটা গান চিপা দিয়া ঢোকাইছে, কিন্তু খারাপ লাগে নাই। মুভ্যিটা ইউটিউবে পাবেন। লিংক চাইয়া লাভ নাই

