মামা ইউনুস মেলা ব্যবসা শিখাইলা জনগণরে । বুঝাইলা নৈতিকতা হীন অর্থনীতি!! এখন বুঝ ঠেলা। তোমার ফান্দে মামা তুমি একা । তোমার গ্রামীণফোনরে টেলিনর এখন চুইয়া চুইয়া খায়। আর তুমি মামা ..........ফালাও...
নোরাড আর ইউনুস এর যোগসাজস: দায় বাংলাদেশের গরিব মানুষের।
বিশ্ব বিখ্যাত মোবাইল কোম্পানী টেলিনর দূনীতির এক মহা অধ্যায় গত ২৮ অক্টোবর ২০০৮ দৈনিক আমার দেশ পত্রিকায় লিড নিউজে প্রকাশ পেয়েছিল। তাতে ইউনুস আর টেলিনর এর বিরোধটা সুস্পষ্ট ছিল। আজ মেলাদিন পর মিডিয়ার গুটি চালে ইউনুস মামা ধরা। অপেক্ষা গ্রামীণের জন্য জনতার.....
আর এটা গতকালকের যুগান্তরের সংবাদ গ্রামীণফোনের ৭০ কোটি টাকা রাজস্ব ফাঁকি
কোটি কোটি টাকা দূনীতি করার পরও টেলিনর দেশে ব্যবসা করে যাচ্ছে। এই কোম্পানীটি তার অবৈধ্য ব্যবসার মাধ্যমে এই রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের দেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেক্টনিক মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়াই মোবাইল কোম্পানীর দূনীতি লুকিয়ে রাখে । সত্য প্রকাশে নির্ভীক এই রকম অসংখ্য শ্লোগান থাকার পর পত্রিকাগুলো মোবাইল কোম্পানীর দূনীর্তির বিরুদ্ধে কিছু লিখতে পারেনা, কারণ তারা বিজ্ঞাপনে বন্দী। শুদুমাত্র বিজ্ঞাপনের জন্যই মিডিয়া মোবাইল কোম্পানীর অপর্কমগুলো লুকিয়ে রাখে। কপোরেট স্বার্থের কাছে তারে মূল্যবোধ বিক্রি হয়ে গেছে। আমরা বিশ্বাস করি তারপর কেউ ঘুরে দাড়াবে দেশের স্বার্থে । প্রচার করবে জনগণ তথা রাষ্ট্রের সঙ্গে কোম্পানীগুলোর প্রতারনার খবর । সরকার এগিয়ে আসবে এবং পাশাপাশি জনগণ সোচ্চার হবে দেশের স্বার্থ রক্ষায়।
বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন এই দেশের ইউনুস মামার হাত ছাড়া না হয়
ড.ইউনূসের দারিদ্রমুক্ত বিশ্ব। যাদুঘরে দারিদ্রের আয়েশি অবস্থান!!!
ভাবিয়া শান্তি পাইতাছি মহা মানব ইউনুস স্যারের দরিদ্র দরিদ্র খেলার কিছুটা প্রকাশিত হল