ব্লগে নাম লিখিয়াছিলাম সূদূর ১৭ বছর আগে, এখন লেখালেখির চ্যানেল চেন্জ হয়ে গেছে। ছাগুভাদানাস্তিকমুল্লা সব্বাই ফেসবুকেই ল্যাদালেদি করে। আমি মাঝে মাঝে এখানে এসে ঘুরে যাই।
যারা যারা এখনও জিন্দা আছেন তাদের জন্য বিপ্লবী লাল সালাম, যারা যারা ইন্তেকাল ফরমাইয়াছেন, তাহাদের জন্য ঈশ্বরের মহত্ত্ব ও ক্ষমার প্রার্থনা করি।
বাংলায় ব্লগ লেখার টাইমে সমাজের উপর নিচের অনেকের সাথে মিথস্ক্রিয়া হয়েছে। এবং এই অভিজ্ঞতার আলোকে আমি বাংলাদেশের সুভবিষ্যতের জন্য চরম আশাবাদী। বঙদেশের মানুষের উপর খাস আল্লাহর রহমত আছে, আট কোটি লোকজন সাইক্লোন, বন্যা, খরা, দুর্ভিক্ষ, কলেরা, উলাউঠা, ডায়রিয়া, ডেঙু, কোভিড, মশা, ফরমালিন, ট্রাকের দুষন, ঈভা রহমানের গান, সেফুদার লেকচার, দেওয়ানবাগীর কারিশমা সত্ত্বেও জনসংখ্যা বাড়াইতে বাড়াইতে আঠারো কোটি বানাইছে। এই আঠার কোটির মধ্যে যদি এক পার্সেন্টও দেশের ভাল চায়, দেশটাকে সুইজারল্যান্ড বানায় দিতে কোন সমস্যা দেখি না।
আমি ব্লগে যাদের সাথেই কথা বলেছি, উঠবস করেছি, সবার মধ্যেই দেশের জন্য একটা বিশেষ ভালবাসা কাজ করে। এই ভালবাসা যারা ব্লগ করে না, তাদের মধ্যেও আছে। এজন্য আমি দেশটাকে নিয়ে চরম আশাবাদী, হয়ত আগামী এক দুই বছরে কিছু হবে না, কিন্তু নিকট ভবিষ্যতেই আমরা মাথা তুলে দাড়াবো। আমাদের দেশে তখন ভিসা নিয়ে ইউরোপিয়ানরা কামলার কাজ খুজতে আসবে। দেশের সবকয়টা মেয়ে মাস্টার্স পিএইচডি করে সমাজের কুপমুন্ডকতাগুলোকে দূর করে দেবে, আমাদের বৈজ্ঞানিক আর সমাজসেবকদের নিয়ে হলিউড বলিউড সিনেমা বানাবে, আমেরিকাআফ্রিকার মেয়েগুলা বাঙালী মডেলদের ফলো করে ফ্যাশান করবে। আমি এই স্বপ্ন দেখি
আমি বাংলাদেশের সুভবিষ্যতের জন্য চরম আশাবাদী, আমাদের বিজয় হবেই!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩