দেশে বিজ্ঞান পড়ার কোন দরকার দেখি না, এমনিতেই বিজ্ঞান পইড়া বা পড়াইয়া দেশের আলটিমেট কোন উপকার হইতেছে না
ডাক্তার, ইন্জিনিয়ার, বৈজ্ঞানিক, বিমান চালক থেইকা শুরু কইরা বালের কন্পিউটার মিস্ত্রি পর্ষন্ত টুপ কইরা দেশ ছাইড়া পরদেশে পারি জমাইতেছে। উল্টা আমাদের বিজনেসম্যানরা তাদের ফ্যক্টরি চালানোর জন্য বিদেশ দিয়া কর্মকর্তা আমদানী করতাছে দেশের ফ্যাক্টরী চালানোর জন্য।
তো এই বিজ্ঞান পইড়া হবে টা কি?
তার চাইতে সবাই বেশি বেশি কইরা বেদ রামায়ন তাওরাত ত্রিপিটক কোরান হাদিস বেহেস্তি জেওর পড়লে দেশের ধার্মিক ভিত্তি জোড়দার হবে। সতীদাহ, বর্ণভেদ, মহিলাদের হায়েজ-নেফাজের নামে ঘরে বন্দী কইরা দেশটার ঘরে ঘরে ধর্মশালা বানায় দেওয়া হবে। আর ধর্মগ্রন্থে জোড়দার ট্রেনিং থাকলে এসাইলামপ্রেমী আর্টস কমার্স পাশ নাস্তিক ভাইসকলের এসাইলাম কেস আরও মজবুত হবে
চাইনা এই গুপ্তকেশের বিজ্ঞানশিক্ষা, এতশত বছর ধইরা কবিরাজী জড়িবুটি আর হেকিমি দাওয়াখানার সিরাপ খাইয়া আইলসা বাঙালির ইয়ে চির উন্নত ও সমুন্নত ছিল, আধুনিক বিজ্ঞানের ভায়াগ্রা আমাদের দরকার নাই
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫২