ব্লগে নাম লিখিয়েছিলাম ১৫ বছর আগে এক খামখেয়ালী চিন্তার বশে। প্রবাসে চাকরী করে খেয়ে দেয়ে সুখে থাকার পরে ভূতে কিলাইলে যা হয়, লোকজন রাজনীতি করে, ধর্মকর্মে মননিবেশ করে, আমি বাংলায় লেখালেখি শুরু করলাম
প্রথম প্রথম ব্লগে বসে ফোনেটিকে টাইপ করার এই ইন্টারফেস পেয়ে তো মহা খুশি ছিলাম, টাইপিং করাটা পড়াশুনা আর কাজের জন্য একটা নেসেসারি ইভিল ছিল, এজন্য হটাৎ করে এইরকম একটা পোর্টাল পেয়ে তো আনন্দে লিখে লিখে ভাসিয়ে দেবার জন্য রেডি হলাম।
বিধিবাম এর পরেই পাসওয়ার্ড হারিয়ে ফেলি, আর সেটা পুনরুদ্ধার হয় বেশ কিছুদিন পরে
পরবর্তীতে নানা ঘাত প্রতিঘাতের কারণে অনেক বছর ব্যানড ছিলাম, সে সময় অন্যান্য বাংলা ব্লগ গুলোতে লেখালেখি করেছি। পরে যখন সামু থেকে গ্রীন সিগন্যাল পেলাম, তখন আবার সামুতে এসে সেই লেখাগুলো দিয়েছি। আমি লেখালেখি করি আড্ডাবাজির জন্য। মাথার চিন্তাগুলো মাঝে মাঝে সাদাকালো অক্ষরে দেখতে ভালো লাগে, সে চিন্তাগুলোতে বাদবাকি পাঠকদের মন্তব্য মিথস্ক্রিয়াও ভালো লাগে। তবে বাংলা ব্লগে এসে আমাদের বাঙালি জাতির দৈন্যতা দেখতে ভালো লাগে না। বিশেষ করে ব্লগের প্রথম দিকে এসে বাকস্বাধীনতার নামে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে পোস্টগুলো ভালো লাগেনি। সেই সাথে ধর্মের নামে জামাতশিবিরের আস্ফালন আর নাস্তিকতার নামে কিছু উগ্রবাদীদের বাড়াবাড়ি জাতি হিসাবে আমাদের অসহিষঞুতারই পরিচয় দেয়। সর্বোপরি বাংগালির সর্বোচ্চ আনন্দ বিনোদন যে পরচর্চায় সেটা ব্লগে এসে হাড়ে হাড়ে টের পাওয়া যায়
জানা আপা ও আরিল সাহেবকে অশেষ ধন্যবাদ আমাদের জন্য এরকম একটা পোর্টাল তৈরির জন্য। এখানে পনেরো বছর ধরে আছি, সেটাই একটা অত্যাশ্চর্য মিরাকল, উপরওয়ালা বাচায় রাখলে আরও পনের বছর পরে এরকম আরেকটা পোস্ট দেব
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা
ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭