১) শোনো তবে, আমার বাসার পাশে থাকা এক নিঃসন্তান ফুলদম্পতির কথা । ফুলদম্পতি মানে যাদের সন্তানের নাম বেলি ফুল, হাস্নাহেনা, টিউলিপ, গোলাপ , জবা ফুল এবং আরো নাম না জানা ফুল যারা উঠোনে, টবে ঠাই পেয়েছিলো দুইজনের যে কারো অক্ষমতার ভিটের উপরে ! আমি দেখতাম তাদের নিবিড় পরিচর্যার ভিতর দিয়ে কি স্নেহ আর ভালোবাসায় ফুল এবং ফুলের গাছগুলো হেসে উঠতো !
আচ্ছা, তোমাকে এই গল্প বলছি কেন ? তুমি তো আর উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী নও জবা ফুলের ব্যবচ্ছেদ করতে বসে যাবে, অথবা বিখ্যাত নাচনেওয়ালীও নও , নুপুর পড়ে বাগানে নাচতে শুরু করবে ? তুমি বরঙ রবিবাবুর গানে ছড়ানো সন্ত্রাসের কথা ভাবো, যার সূদুরপ্রসারী অভিশাপে ধীরে ধীরে খসে পড়ে আত্মার অবকাঠামো !
এদিকে আমি ভাবি ফুলদম্পতির কথা যাদের বাড়ি চিনে ফেলেছিলো যমদূত !যমদূত ফুলবাদী নয়, বাস্তববাদী, তোমার , আমার বা শহরের মত । দেখলাম, তারা রচিত মৃত্যুর দিকে উড়ে যাচ্ছে , ধরে রাখা গেলো না!
বলি কি, ঘুমিয়ে পড়ো না, শহরের স্যানোটোরিয়ামে জেগে থাকো আমার সাথেই কেননা ইদানিং ঘুমের ভিতর আমি জবাফুল জবাফুল বলে চিৎকার করে উঠি, জবাফুল- ফুলদম্পতির আত্মার নাম !
২)ব্যক্তিগত সন্ধ্যাগুলো মুছে ফেলছি
তুমি দেখো,
একটা কাঁচের জারে বন্দী হয়ে যাচ্ছে নান্দনিক আকাশ,
সবার আলাদা নিঃশ্বাস !
স্মৃতিবদলের সমুদ্রে ঝাপ দিয়ে দেখি,
সমুদ্রের হা এর ভিতর বসে আছে পৃথিবীর সকল বিষণ্ণ মানুষ,
যাদের কেউ কেউ সম্পর্কগুলো জুয়ার আসরে
বিকিয়ে দিয়ে ইতিহাস হয়ে গেছে !
না না, এসবের বৈধ্তা দাবি করো না
বরং ঝাঁপ দাও উলটা স্রোতে,
এই রাতে মৌসুমী ভালোবাসা টুকু
উড়িয়ে দিলাম নিভাঁজ বেদনার দিকে !