কোথায় যাবে একলা মেয়ে?
লাজুক পাহাড়
ছবির মতো মেঘগুলো যার বুকের পরে।
আজকে বরং ওইখানে যাই হৃদয় নিয়ে?
কোথায় যাবে শূন্য মেয়ে?
ওই যে দেখ নীলের ভেতর জলের খেলা
রূপোর মতো মাছগুলো সব আবিষ্কারে।
আজকে বরং পা টা ভেজাই অথৈ জলে?
কোথায় যাবে লক্ষী মেয়ে?
যাই না কেন পথ হারিয়ে বিপথ ধরে।
সকল সঠিক মুছে দিয়ে;
আজকে না হয় পাগলাটে হই দুজন মিলে?
মিষ্টি মেয়ে,
এই যে আমার সবটুকু নাও তোমার হাতে।
তুমি এবার লক্ষীটি হও,
এবার চলুক যুগল ছায়া জীবন-রথে।