
লুংগি সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে জানতে হবে লুংগি কি ?
সূচনা:
লুংগি হৈলো চারপাশে বেড়া দেওয়া এক পোষাক বিশেষ যা পরিধান (কোমরে লটকাইয়া রাখিলেও চলিবে) করলে তলদেশ দিয়া মৃদুমন্দ ফুরফুরা ঠান্ডা হাওয়া খেলা করে যা দেহ(!) মনে চাংগা ভাব আনে।
বর্ননা:
লুংগি বড়ই উপকারী পোষাক।জায়গায় বেজায়গায় ইহা যেমন একটানে খোলা যায় এবং এক গিট্টু মাইরা পড়াও যায়।ইহাতে বেফুক সময় বাচেঁ।সময় অমূল্য সম্পদ।
উপসংহার:
পরিশেষে বলা যায় যে লুংগি নিয়ে রাজনিতী করে যারা ,দেশ ও দশের শত্রু তারা।
লুংগি হোক আপানর ,আমার সবার অহংকার।
জয় বাংলা ,বাংলাদেশ জিন্দাবাদ।