মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। অন্ধকার খুব একটা থাকে না, যদিও রাত দশ কি এগারটার পর বাইরের বাতিগুলোর আলো কমিয়ে দেয়া হয়; তখন পুরো পরিবেশটায় একটা অপার্থিবতা ভর করে। মসজিদুন্ নববীর মূল পরিকল্পনা অনুযায়ী পূর্ব দিকে অন্যান্য দিকের মত বৃদ্ধি করা বাকী ছিল অনেক দিন। গত দু'বছর আগে থেকে তার বাস্তবায়ন শুরু হয়, এখন প্রায় শেষ দিকে পৌঁছে গেছে। ছবিটি ৩৬ নং দরজার, এ বছরের (২০০৮) মার্চে নেয়া হয়েছে, যখন পূর্ব দিকটা অন্ধকারে ঢাকা ছিল প্রজেক্ট বাস্তবায়নের কারণে।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com
হাদীস:
রোযা ও কুরআন কেয়ামতে সুপারিশ করবে
وعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال
الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوة فشفعني فيه
ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان
رواه أحمد والطبراني في الكبير ورجاله محتج بهم في الصحيح
ورواه ابن أبي الدنيا في كتاب الجوع وغيره بإسناد حسن والحاكم
وقال صحيح على شرط مسلم
আব্দুল্লাহ্ বিন আমর রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:
"কেয়ামতের দিন রোযা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, 'হে আমার প্রতিপালক! আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।' আর কুরআন বলবে, 'আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।' নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 'অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে'।"
[মুসনাদে আহমাদ, ত্বাবারানী কাবীর, হাকেম, ইবনে আবিদ্দুনয়্যার কিতাবুল জূ', সহীহ্ তারগীব-আলবানী: ৯৬৯]
হাদীস লিংক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৭