[ছবি ১) নদীতে বিষ ডুকছে এই পাইপ দিয়ে]
[ছবি ২) এখানে লোক টি কিন্ত মাছ ধরছেন না,ভেসে আসা পলিথিন তুলছেন]
[ছবি ৩) পানিতে ভাসছে ক্যামিকেলের আস্তর]
এই ব্লগের ছবি গুলো ,ভাওয়াল মির্জা পুর, গাজিপুর হতে তোলা। এই নদীর আশে পাশে ব্যাঙ এর ছাতার মত কলকারখানা হয়েছে। মুনাফাখোর মালিকরা কত খানি পরিবেশ বান্ধব, নদী বান্ধব তা আশা করি এই ছবি গুলা দেখলেই বুজবেন। এক সময় এর প্রান এ ভরপুর তুরাগের এই হাল মানা যায়? এই নদীর পানি এত বিষ যুক্ত যে এর কাছাকাছি যাওয়া প্রায় অসম্ভব বলা যায়।
[ছবি ৪) এক দিকে নদী দূষণ অন্যদিকে ইট ভাটার দূষণ]
[ছবি ৫) পানির স্বাভাবিক রঙ আর নেই। কালো পানির রং সাথে উৎকট গন্ধ। ]
[ছবি ৬) দূষণ !দূষণ! দূষণ! ]
[ছবি ৭) কোথাই গেল নদীর মাছ,জলজ গাছ পালা, সাতরে বেড়ান হাসের ছানা ?
[ছবি ৮) নদীর ধারের মানুশ গুলো কেমন আছেন? তাদের কে দেখবে?]
মানুষ কে যে খুন করে তাকে খুনি বলা যায় কিন্ত যারা নদী হত্যা করে তাদের কি বলে আমার জানা নেই।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬