১) প্রত্যেক বছর বর্ষার মৌসুম আসার আগেই ভাবি এইবার বাংলাদেশে বন্যা আর দুর্যোগ ব্যাবস্থাপনা নামের সার্কাস এর ক্রীড়ানক নিয়ে কিছু লেখি। লেখা আর হয় না। কি লাভ ? করোনার এই কালে অন্য কিছু নিয়ে ভাবার বা লেখার সময় কই ? সবই তো অফ সিজন।
২) ঘরবন্দি জীবন চলছে। আস্তে আস্তে সব কেমন অসহ্য ঠেকে কেন সবার বুঝা যায়। মাঝে নিয়ম করে দোকান পাট বা বাজারসদাই কিনতে বাইরে যাই, এসেনশিয়াল কি নন-এসেনশিয়াল। লোকজনের মাঝে লকডাউন মানার ধৈর্য্য আর নাই। কাউকে কি দোষ দেয়া যায় ? মানুষ এক অদ্ভুত জীব। নিশ্চিত "কনভিংসিং লাই বা মিথ্যা" এর জোড়ে অনন্তকাল অপেক্ষা করা যায়, কিন্তু "অনিশ্চয়তা" যেখানে থাকে, সেখানে মুহুর্তের অপেক্ষাও অসহ্য লাগে বুঝি?
৩) দেশী পলিটিক্স নিয়ে পড়াশোনা করলাম ফাকে। রিউমার বা গুজব না, সমাজে পরিচিত/অথেন্টিক মানুষদের লেখা এবং মোটামুটি এস্টাব্লিশড /পরিচিত বই এবং অন্যন্য পাব্লিক ডোমেইনে পাওয়া তথ্য/উপাত্ত নিয়ে। মুল আগ্রহ ৯০ এর স্বৈরাচার পতনের পরের টাইমলাইন, আর নিজের দেখা ১/১১।
একেবারে পরস্পর বিরোধী মতের বিভিন্ন মানুষের চোখে দেখা থেকেও যদি টাইমলাইন এস্টাব্লিশড করা যায়, পুরা ছবিটা বিরাট একটা জিগ-স পাজল মেলানোর পর মাথা চক্কর দেবার অনুভুতি দেয়। । আমার খালি বলতে ইচ্ছা হয়, হায়, "we were so naive" .