হয়তো একদিন আমিও তোদের মতই হয়ে যাব,
দেখা হলে শুকনো হাই হ্যালো
বড়জোর ‘বাসায় আসিস, পরে দেখা হবে’ পর্যন্তই
বন্ধুদের মিস করার অভ্যাসটা মনে হয় ভুলেই যাবো।
হয়তো একদিন আমিও তোদের মতই হয়ে যাব।
দল বেঁধে ঘোরার সেই দিন গুলো আজ স্বপ্নের মতই লাগে,
ল্যাম্পপোস্টের আলোয় রাস্তায় হাঁটা আর পাশের দোকানের চা,
বালুর চরের নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা
আর বন্ধুত্বের স্বপ্ন মাখা সেই অনুভূতি গুলো
একদিন হয়ত সব ভুলেই যাব,
হয়ত একদিন আমিও তোদের মতই হয়ে যাব।
হয়ত সবাই ভালই আছে, আমিও খুব মন্দ নেই,
তবু তোদের কথা মনে হলে বুকে কাঁটা বিঁধে উঠছেই।
আজকের এই ব্যাস্ত জীবনে তোদের ভুলে গেছি বহুবার,
তবু ঘুরে ফিরে শুধু তোদেরই স্মৃতি ফিরে আসে বারবার।
বন্ধুদের এইভাবে মিস করতে হয়ত এক্ সময় ভুলেই যাবো,
হয়তো একদিন আমিও তোদের মতই হয়ে যাবো।
(এটা আমার একটা পুরোনো পোস্ট। নিজের পুরোনো পোস্টগুলো পড়তে পড়তে নিজেরই বেকুবী তে ডিলেট করে ফেলেছিলাম। ভাগ্যিস ফেসবুকে একটা ব্যাকআপ ছিল, ওখানে থেকে আবার লিখে ফেললাম। কিন্তু কমেন্টগুলো ফেরত পাবোনা ভেবে খারাপ লাগছে।)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ দুপুর ১:০০