
এই ঘটনা একদম ১০০% সত্যি ঘটনা। আমার এক বড় ভাই (সঙ্গত কারণেই নাম গোপন করে গেলাম), ধরি তার নাম জয়নাল।
সময়টা ২০০৪ সাল।তখন কেবল কলেজ পাশ করে ভার্সিটি তে ভর্তি হবার আমেজ মনের মাঝে। সেই আমেজ নিয়ে জয়নাল ভাই তার আরো কিছু বন্ধুদের নিয়ে আশুলিয়া বেড়াতে গেলেন। আশুলিয়ার ফিনফিনে বাতাসে যেন কবিতার নদীতে ঢেউ উঠলো। কাব্যিক মুডে ভাইয়া ঠিক করলেন, বন্ধুদের নিয়ে নৌভ্রমন করবেন। যে কথা সেই কাজ, ভাইয়া চলে গেলেন ঘাটে।(ব্লগাররা নিশ্চই জানেন আশুলিয়ার নৌকার অবস্থা, আমি আর বিশদ বর্ণনা দিলাম না) বন্ধুরা পিছনে দাঁড়িয়ে, ভাইয়া এগিয়ে গেলেন মাঝির সাথে কথা বলতে-
ভাইয়াঃ মাঝি ভাই, নৌকায় ঘুরতে চাই, ঘন্টায় কত নেবেন??
মাঝিঃ মামা ঘন্টায় তো নেই না, শট অনুযায়ী টাকা দিবেন।


ভাইয়াঃ তা ভাই এক শট মানে কতক্ষন?? (ততক্ষনে পিছন থেকে ভাইয়ার বন্ধুরা হাওয়া হয়ে গেছে)
এইবার মাঝি দিল তার যুগান্তকারী ডায়ালগ "মামা সেইটা তো আপনের পাওয়ার, লাগাইবেন আপনে, আপনেই জানেন আপনের এক শট কতক্ষন!!!!!!"
এরপর থেকে ভাইয়া যতদিন আমাদের সামনে পড়তেন ততদিন তাকে শুনতে হয়েছে "


সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ রাত ২:১৩