আসছে ৩০-৩১ অক্টোবর (শুক্র-শনি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ভূবনমোহন পার্কে ২ দিন জুড়ে গান, নাচ, কবিতা র মেলা বসছে। নানা জেলা থেকে বিভিন্ন সংগঠন আসবে এই ২দিন। আসবে সাঁওতাল রাও। পরিবেশিত হবে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন, রজনীকান্ত, অতুল প্রসাদ, ডি.এল রায় এর গান।
৩০ তারিখঃ
"কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়" এ
সকাল ৯.৩০ মিঃ এ বোধন সঙ্গীত, "জাগো নির্মল নেত্রে" দিয়ে শুরু হবে মেলা। সকাল ১০.৩০ মিঃ শুরু হবে সম্মেলক গান, নানা সংগঠনের।
সন্ধ্যে ৬.০০ টায় ভূবন মোহন পার্কে থাকছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা আসর। এছাড়া সলিল চৌধুরীর গণসঙ্গীত নিয়ে হাজির থাকছে মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র। সননের কবিতা, একক গানও থাকছে।
৩১ তারিখঃ সব অনুষ্ঠানই হবে "কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়" এ।
সকাল ৯.৩০ মিঃ -বোধন সঙ্গীত, আবৃত্তি, সম্মেলক গান।
সকাল ১০.৩০ মিঃ- সেমিনার- ' কি গাব যে'
বিকেল ৬.৩০ মিঃ- বোধন সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, সম্মেলক গান
সকল আসরেই রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলক গান থাকছে। এক এক সময় এক এক বিষয়ের ওপর। যেমন রবীন্দ্রনাথ এর বাউল, আনন্দ ও রবীন্দ্র গণসঙ্গীত নিয়ে তিন টি সেশন। এছাড়া জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গানের সেশন ও সম্মিলন থেকে হচ্ছে।
সমস্ত অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখা।
আপনারা যারা রাজশাহী তে থাকেন, তাদের আমন্ত্রণ জানাই। আমি আছি সেখানে সবসময়। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কার্যনির্বহী পরিষদের একজন সদস্য ও সম্মেলক গান এ একটা কণ্ঠ হিসেবে

যারা আসতে পারবেন না, তাদেরও শুভাষীশ কামনা করছি।
বিস্তারিত জানতে চাইলে আমার সাথে ০১৭১১-২৮৪১৪১ এ কথা বলতে পারেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬